Home জাতীয় খবর গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব নির্বাচন, শান্তিপূর্ণভাবে ভোট দিন: আহ্বান মুখ্যমন্ত্রীর।

গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব নির্বাচন, শান্তিপূর্ণভাবে ভোট দিন: আহ্বান মুখ্যমন্ত্রীর।

0

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১৯ এপ্রিল,,

“বিশ্বের মধ্যে গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব হলো ভারতবর্ষের এই লোকসভা নির্বাচন। মানুষ অপেক্ষায় থাকে এই নির্বাচনে ভোট দেওয়ার জন্য। দেশের প্রথম পর্বের নির্বাচনে আমাদের রাজ্যেও ভোট হচ্ছে। সবাই শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করোক এটাই চাই।” শুক্রবার পশ্চিম ত্রিপুরা আসনের লোকসভা ভোটে নিজের ভোটাধিকার প্রয়োগ করার পর নাগরিকদের উদ্দেশ্যে এই বার্তা দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী এদিন নিজের ভোটগ্রহণ কেন্দ্র মহারানী তুলসীবতি স্কুলে গিয়ে লাইনে দাড়িয়ে ভোট প্রয়োগ করেন

এই কেন্দ্রেই ঘন্টাখানেক আগে ভোট দিয়েছিলেন বিরোধী ইন্ডিয়া জোটের প্রার্থী আশীষ কুমার সাহা। আশীষ বাবু ভোটদানের পর অভিযোগ করেছিলেন বিভিন্ন ভোটকেন্দ্রে বিরোধী এজেন্টদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে। সাংবাদিকদের তরফে এই বিষয়ের মুখ্যমন্ত্রী কে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি সরাসরি কোন উত্তর দেননি। মুখ্যমন্ত্রী সাংবাদিকদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে বলেন এই ধরনের কোন ঘটনা তাদের নজরে পড়েছে কিনা? মুখ্যমন্ত্রী বলেন এই ধরনের ঘটনা হওয়া উচিত নয়। যদি হয়ে থাকে তাহলে নির্বাচন কমিশনের উচিত ব্যবস্থা গ্রহণ করা।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version