Home ত্রিপুরার খবর আগরতলা খবর বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন; করা হুশিয়ারি ত্রিপুরার মহারাজের। ২৬ সেপ্টেম্বর প্রতিবাদের ঘোষণা।

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন; করা হুশিয়ারি ত্রিপুরার মহারাজের। ২৬ সেপ্টেম্বর প্রতিবাদের ঘোষণা।

0

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,,২২ সেপ্টেম্বর,,

চট্টগ্রামের জনজাতি চাকমা সহ গোটা বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনায় এবার করা হুঁশিয়ারি দিলেন ত্রিপুরার মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন। শনিবার নিজের ফেসবুক লাইভে এসে মহারাজ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সংখ্যালঘুদের নিরাপত্তা অবিলম্বে নিশ্চিত করার দাবি জানিয়েছেন। সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত না করতে পারলে সেই দেশকে ভেঙে দুই টুকরো করার হুঁশিয়ারি দিয়েছেন ত্রিপুরার মহারাজ তথা তিপড়া মথা রাজনৈতিক দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মন। নিজের সামাজিক মাধ্যমে লাইভে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেব বর্মন বলেন বাংলাদেশ যদি তাদের সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে না পারে তাহলে সেই দেশকে ভেঙে দুইটি পৃথক দেশ করতে হবে। ভারত সরকারকে এই বিষয়ে ব্যবস্থা নিতে মহারাজ দাবী তুলেছেন।

(মহারাজের বক্তব্য শুনতে প্লে বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন)

মহারাজ বলেন বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা আগেও অনেকবার হয়েছে। নোয়াখালীতে হয়েছে, কুমিল্লাতে হয়েছে এবং আজকে আবার হচ্ছে। আমরা চুপ করে বসে আছি বলেই বাংলাদেশ এটা করতে পারছে। কুমিল্লাতে মহারাজা বীরচন্দ্র লাইব্রেরী আগুনে পুড়ে দেওয়া হয়েছে। তিন হাজার বই পুড়িয়ে দেওয়া হয়েছে। মহারাজ বলেন বাংলাদেশে যা হচ্ছে তা সম্পূর্ণভাবে মানবাধিকার লঙ্ঘন। ভারতকে এই বিষয়ে ব্যবস্থা নিয়ে বিষয়গুলো জাতিসংঘের সামনে তুলে ধরা উচিত। তিনি বলেন বাংলাদেশ ৫০ বছর আগে তৈরি হয়েছে। কিন্তু আমাদের লোকজন সেখানে হাজার বছর ধরে আছেন। কোন দেশ যদি ধর্মের ভিত্তিতে নিজের নাগরিকদের উপর হামলা করে তাহলে সেই দেশ ভেঙে যায় এবং বাংলাদেশও ভেঙে টুকরো হয়ে যাবে। মহারাজ বলেন বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে ২৬ সেপ্টেম্বর তিপড়া মথা এবং তাদের যুব সংগঠন ত্রিপুরায় প্রতিবাদ মিছিল করবে। তিনি বাংলাদেশী সংখ্যালঘু জনজাতি সহ হিন্দু, খ্রিস্টান সমস্ত অংশের নাগরিকদের আশ্বস্ত করেছেন পাশে থাকার একইভাবে কেন্দ্রীয় সরকারকে এ বিষয়ে ব্যবস্থা নিতে চাপ দেওয়ার ঘোষণা করেছেন। মহারাজ হুশিয়ারি দিয়ে বলেন বাংলাদেশ এসব বন্ধ না করলে পাকিস্তানের মতো দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। তিনি বলেন বাংলাদেশের কয়েকজন নেতা বলছেন ভারতের উত্তর পূর্বাঞ্চলকে দখলে নেবেন। “তাদেরকে বলে দিচ্ছি ভারতের স্বপ্ন দেখা তো দূরের কথা, তারা নিজের রাষ্ট্রকেই রক্ষা করতে পারবেনা। “একইভাবে মহারাজ ত্রিপুরা এবং এই দেশের সংখ্যালঘু মুসলিমদের রক্ষার বার্তা দিয়েছেন। মহারাজ বলেন আমাদের এখানে একটা মূর্খ অংশ ভারতের সংখ্যালঘু মুসলিমদের উপর হামলা করার উস্কানি দিচ্ছে। ভারতের মুসলিমরা আমাদের ভাই। আমাদের বাংলাদেশী সংস্কৃতিতে সংখ্যালঘুদের উপর হামলার পরিবর্তে তাদেরকে রক্ষা করতে হবে। মহারাজ বলেন আমাদের মুসলিম ভাই-বোনেরা বাংলাদেশের ঘটনার প্রতিবাদে আগামী দিনে আমাদের সাথে এই প্রতিবাদে সামিল হবেন। ২৬ তারিখের প্রতিবাদ কর্মসূচিতে মহারাজের নিজে উপস্থিত থাকার ঘোষণা দিয়েছেন । সূত্রের দাবি ২৬ তারিখের এই প্রতিবাদ কর্মসূচি দক্ষিণ জেলায় হতে পারে। তবে সময় এবং নির্দিষ্ট স্থানের বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version