Home ত্রিপুরার খবর বাংলাদেশ থেকে ত্রিপুরায় অনুপ্রবেশ; রেল স্টেশনে ধৃত ৩ টাউট সহ ১১ বাংলাদেশী।

বাংলাদেশ থেকে ত্রিপুরায় অনুপ্রবেশ; রেল স্টেশনে ধৃত ৩ টাউট সহ ১১ বাংলাদেশী।

0
Oplus_0

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ২১ সেপ্টেম্বর,,

গোপন খবরের ভিত্তিতে শনিবার ফের ১১ জন বাংলাদেশে ধরা পড়লো আগরতলা রেল স্টেশনে। ধৃতদের মধ্যে ৭জন পুরুষ সহ ৪ জন মহিলা রয়েছেন। একইভাবে বাংলাদেশীদের অনুপ্রবেশের ক্ষেত্রে সহযোগিতা করায় পুলিশ ৩ জন ভারতীয় টাউটকে গ্রেফতার করেছে। আগরতলা জিআরপি থানার পুলিশ সূত্রে এই খবর জানা গেছে। পুলিশের বিবরণ অনুযায়ী তারা অবৈধভাবে ত্রিপুরার সীমান্ত দিয়ে ভারতের প্রবেশ করে এবং রেল পথে বহিরাজ্যে পাড়ি দেওয়ার চেষ্টা করেছিল। আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাসের নেতৃত্বে পুলিশ তাদের ধরে ফেলে। ধৃতদের মধ্যে রয়েছে মোহাম্মদ রুবেল (২৮), কামরুল হাসান (২৪), মোহাম্মদ সায়িম(২৬), মোঃ কাশেম (১৯), আইয়ুব আলী (২৫), সোহাগ মিয়া (২৭), কামাল উদ্দিন (৪০)। তাদের প্রত্যেকের বাড়ি বাংলাদেশের খাগড়াছড়ি জেলায়। ধৃত মহিলাদের মধ্যে রয়েছেন মনোরা বেগম (৩৫), স্বপ্না খাতুন (২৬), জলি বেগম (২৫) এবং পারভিন বেগম (৪৫)। ধৃত ৩ ইন্ডিয়ান আউটের মধ্যে রয়েছেন আসামের শিলচরের প্রসেনজিৎ সরকার (২২), আগরতলার বিটারবনের নিয়ায়ত হোসেন এবং ভাটি অভয় নগরের পিন্টু মিয়া। জিআরপি থানার পুলিশ তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। আগামীকালকে তাদেরকে আদালতে হাজির করে তদন্তের স্বার্থে রিমান্ডে রাজ্যে জানানো হবে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version