Home ত্রিপুরার খবর আগরতলা খবর ত্রিপুরায় এবার সাইবার অপরাধের শিকার এসডিপিও! সাহায্য চাইলেন হিতাকাঙ্খীদের কাছে।

ত্রিপুরায় এবার সাইবার অপরাধের শিকার এসডিপিও! সাহায্য চাইলেন হিতাকাঙ্খীদের কাছে।

0

সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,১১ নভেম্বর,,

রাজ্যে ক্রমবর্ধমান সাইবার অপরাধের ঘটনায় রক্ষা পেলেন না তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিকও। সাইবার অপরাধীদের শিকার হচ্ছেন ত্রিপুরার এসডিপিও তেলিয়ামুড়া ডিএসপি প্রশূন কান্তি ত্রিপুরা। অভিযোগ ডিএসপি প্রশূনকান্তি ত্রিপুরার নামে সামাজিক মাধ্যমে ফেইক আইডি বানিয়ে কিছুদিন যাবত সক্রিয় রয়েছে সাইবার অপরাধীচক্র। সেই অ্যাকাউন্টে ডিএসপি সাহেবের ছবি এবং আনুষাঙ্গিক কিছু বিবরণ ব্যবহার করা হয়েছে। পাশাপাশি অ্যাকাউন্ট থেকে বাছাই করা কিছু লোকের কাছে ডিএসপি সাহেবের নামে মেসেজ পাঠানো হচ্ছে এবং টাকা সাহায্য চাওয়া হচ্ছে। টাকা দেওয়ার জন্য পাঠানো হচ্ছে কিউআর কোডও।

ডিএসপি প্রশূনকান্তি ত্রিপুরার এক নিকট বন্ধু বিষয়টি জানতে পেরে তাকে অবগত করেন এবং তিনি সেই ভুয়া সামাজিক অ্যাকাউন্টের বিরুদ্ধে পুলিশের সাইবার শাখার দ্বারস্থ হন।

কিন্তু অত্যন্ত ব্যর্থ সাইবার শাখার সহকর্মীদের উপর বোধয় ভরসা নেই খোদ ডিএসপি প্রশূনক্রান্তি ত্রিপুরারও। তাই সাইবার অপরাধের শিকার হয়ে তিনি রাতেই নিজের সামাজিক মাধ্যমে বিষয়টি জানিয়েছেন এবং তার হিতাকাঙ্খীদের আবেদন জানিয়েছেন সেই ভুয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে রিপোর্ট করার জন্য।

সমালোচকদের মতে এসব ঘটনা মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন রাজ্য পুলিশের বাস্তব পরিস্থিতি জনসম্মুখে তুলে ধরছে। ইতিপূর্বেও আগরতলা বীরচন্দ্র লাইব্রেরির লাইব্রেরিয়ান, রাজ্য পুলিশের এসবি শাখার এক এসপি থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন স্তরের একাধিক আমলা একই ধরনের অপরাধের শিকার হয়েছেন। প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারা রাজ্যে পুলিশের সাইবার সেলের কোন মদদ পাননি। এবার মহকুমা পুলিশ আধিকারিক প্রশূনকান্তি ত্রিপুরা সাইবার অপরাধীদের প্রতারণার শিকার হয়েছেন। এই অবস্থায় সাধারণ নাগরিকদের কি অবস্থা হচ্ছে এবং হতে পারে তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

প্রসঙ্গত রাজ্যে প্রতিদিন এক থেকে একাধিক নাগরিক সাইবার প্রতারণার শিকার হচ্ছেন। স্কুল-কলেজে পড়ুয়া মেয়ে ছেলে থেকে শুরু করে সাধারণ কর্মচারী এবং সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা নিত্যদিন বিভিন্নভাবে সাইবার প্রতারণার শিকার। কিন্তু এসব প্রতারণা এবং অপরাধ রোখার ক্ষেত্রে রাজ্য পুলিশের সাইবার সেলের কোন তৎপরতা নেই। ত্রিপুরা পুলিশের সাইবার শাখা সম্পূর্ণভাবে ব্যর্থতা আগলে রেখেছে। মুখ্যমন্ত্রী ত্রিপুরা পুলিশের সাইবার সেলকে উন্নত করতে কেন ব্যবস্থা নিচ্ছেন না তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বিভিন্ন মহলে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version