Home ত্রিপুরার খবর আগরতলা খবর প্রধানমন্ত্রীর “ভোকাল ফর লোকাল”-কে গুরুত্ব ; চায়নার লাইট ছেড়ে মাটির প্রদীপের খোঁজে...

প্রধানমন্ত্রীর “ভোকাল ফর লোকাল”-কে গুরুত্ব ; চায়নার লাইট ছেড়ে মাটির প্রদীপের খোঁজে কুমোর পাড়ায় ভাজপা সভাপতি।

0

সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,১১ নভেম্বর,,

প্রধানমন্ত্রীর “ভোকাল ফর লোকাল” আহ্বানে সারা দিয়ে রাজ্যের মৃৎশিল্পীদের উৎসাহ বৃদ্ধীর লক্ষ্যে তাদের কাছ থেকে দীপাবলীর মাটির প্রদীপ কিনলেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। ভাজপা সভাপতি শনিবার দুপুরে গিয়েছিলেন শহরতলীর খয়েরপুর পশ্চিম নোয়াবাদী গ্রাম পঞ্চায়েতের পাল পাড়াতে। পালপাড়া শনিতলার আশেপাশে মৃত শিল্পীদের বসবাস। প্রতিমা থেকে শুরু করে মাটির বাসনপত্র এবং প্রদীপ সহ মাটির সামগ্রী তৈরি করে তাদের অধিকাংশ জীবিকা নির্বাহ করেন।

পালপাড়ার মৃত শিল্পীদের তৈরি মাটির প্রতিমা এবং অন্যান্য সামগ্রী রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন স্থানে সরবরাহ হয়। কিন্তু দীর্ঘ বাম জামানায় পশ্চিম নোয়াবাদী পাল পাড়ার মৃত শিল্পীরা উপেক্ষিত হয়েছেন বলে অভিযোগ।সঠিকভাবে বাজারজাতকরণের অভাবে শিল্পীরা অক্লান্ত পরিশ্রম করে প্রতিমা এবং অন্যান্য মাটির সামগ্রী তৈরি করলেও সেগুলির সঠিক মূল্য তারা পাননি। বিশেষত দীপাবলীর সময়ে চায়নায় প্রস্তুত টুনি বাল্ব এবং রকমারি বৈদ্যুতিক লাইটের প্রতিযোগিতায় মাটির তৈরি প্রদীপ অনেকটাই গুরুত্বহীন হয়ে পড়েছিল। এই অবস্থায় প্রধানমন্ত্রীর “ভোকাল ফর লোকাল”আহবান কে সামনে রেখে ভাজপা সভাপতি পাল পাড়াতে গিয়ে শিল্পীদের কাছ থেকে মাটির প্রদীপ ক্রয় করেন। সেই সাথে তিনি দীর্ঘক্ষণ কুমোর পাড়ায় কিছু বাড়ি করে সময় কাটান।মৃৎশিল্পীদের পাশে বসে তাদের শৈল্পিক কারোকার্য প্রত্যক্ষ করেন।

স্থানীয় দলীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং শিল্পীদের উৎসাহ দেন।

আলোর উৎসবের প্রাকলগ্নে শাসক দলীয় সভাপতি এই ধরনের কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় মৃত শিল্পী থেকে শুরু করে নাগরিক মহলের ব্যাপক উৎসাহ লক্ষণীয় ছিল।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version