সংবাদ প্রতিনিধি,, আগরতলা,, ৮ এপ্রিল,,
পবিত্র রমজান মাস উপলক্ষে রোজাদারদের উদ্দেশ্যে ইফতার বিতরণ করলেন বিজেপি নেত্রী বিশিষ্ট সমাজসেবী পাপিয়া দত্ত। পাপিয়া দত্ত রবিবার ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের সবকটি মসজিদে ইফতার পাঠিয়েছেন। ৬ আগরতলা মন্ডলের সংখ্যালঘু মোর্চার সভাপতি মুক্তি মোঃ শাহাবুদ্দিন পাপিয়া দত্তের হয়ে ইফতার সামগ্রী বিভিন্ন মসজিদে পৌঁছে দেন। শাহাবুদ্দিন জানান দিদির ইচ্ছা ছিল নিজে মসজিদে গিয়ে রোজাদারদের হাতে ইফতার তুলে দেবেন। কিন্তু শেষ মুহূর্তে একটি বিশেষ কাজে গতকাল তিনি আসতে পারেন নি। তাই ওনার তরফে এলাকার নয়টি মসজিদে ইফতার পৌঁছে দেওয়া হয়েছে। প্রসঙ্গত পাপিয়া দত্ত বিজেপির রাজ্য কমিটির পদাধিকারী হওয়ার পাশাপাশি ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের বিজিত প্রার্থী। ২০২৩ সালে তিনি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতায় হেরে গেলেও এলাকা ছাড়েননি। সুখে দুঃখে এলাকার নাগরিকদের পাশে থাকার চেষ্টা করছেন। রমজান মাসে এলাকার সংখ্যালঘুদের ধর্মকে সম্মান জানিয়ে নাগরিকদের উদ্দেশ্যে তিনি এই ইফতার বিতরণ করেছেন। পাপিয়া দত্তের এই আন্তরিকতায় এলাকার সংখ্যালঘু অংশের মানুষ বিশেষভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন।