Home আন্তর্জাতিক সংবাদ ৩৩ বছরের অভিনয় জীবনে প্রথম জাতীয় পুরস্কার পাচ্ছেন শাহরুখ খান।

৩৩ বছরের অভিনয় জীবনে প্রথম জাতীয় পুরস্কার পাচ্ছেন শাহরুখ খান।

0
Oplus_0

প্রতিধ্বনি প্রতিনিধি,, ২ আগস্ট,,

তিন দশকের বেশি সময় যাবত চলচ্চিত্রে অভিনয়ের সাথে যুক্ত থাকার পর এবার প্রথম ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন বলিউডের বাদশা হিসেবে পরিচিত শাহরুখ খান। শুক্রবার ৭১ তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড ২০২৫ এর বিজয়ীদের নাম ঘোষিত হয়েছে। সাংবাদিক সম্মেলন করে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। সেই তালিকায় শীর্ষে রয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। শাহরুখ খান ‘জোয়ান’ সিনেমার জন্য জাতীয় স্তরে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন। একই বিভাগে যৌথ ভাবে সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি। বিক্রান্ত ম্যাসি ‘টুয়েলভথ ফেল’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন। তাছাড়া সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমার জন্য অভিনেত্রী রানী মুখার্জি। একইভাবে জাতীয় পুরস্কারের তালিকায় নাম রয়েছে ‘দ্য কেরালা স্টোরি’-র । অন্যদিকে নিজের ৩৩ বছরের অভিনয়ের বয়সে এই প্রথম জাতীয় পুরস্কার পেলেন শাহরুখ খান। বলিউড বাদশার এই জাতীয় পুরস্কারের নাম ঘোষণা হওয়ার পরেই তার ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ এবং উন্মাদনা রয়েছে। শাহরুখ খান ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে এই পুরস্কারের জন্য তার ভক্তদের, জুরি বোর্ড, চেয়ারম্যান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং যাঁরা আমাকে এই সম্মানের যোগ্য মনে করেছেন, তাঁদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version