সংবাদ প্রতিনিধি,, আগরতলা,, ১৯ নভেম্বর,,
১৬ বছরের এক নাবালকের ফাঁসিতে আত্মহত্যার ঘটনায় শোক এবং চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনার রাজধানীর আড়ালিয়া পালপাড়াতে। মৃত নাবালকের নাম মনিষ দেবনাথ @ সাগর। তার পিতার নাম মন্টু দেবনাথ। সে দশম শ্রেণীর ছাত্র। রবিবার সকালে বাড়িতে নিজের ঘরে তার ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়।

সে আত্মহত্যা করেছে বলে পরিবারের লোকেদের বিবরণ। কিন্তু স্কুল পড়ুয়া নাবালক ছেলে কেন এই মর্মান্তিক পরিণতি বেছে নিল তা কেউ বলতে পারছেন না। খবর পেয়ে সকালে ঘটনাস্থলে ছুটে যায় কলেজ টিলা ফাঁড়ির পুলিশ । প্রাথমিকভাবে পুলিশ একটি অস্বাভাবিক মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে । একাংশের ধারণা প্রেমে ব্যর্থ হয়ে নাবালক আত্মহত্যা করতে পারে। ছেলের এই করুণ পরিণতিতে শোকাহত রয়েছেন মা-বাবা সহ পরিবারের অন্য সদস্যরা।