প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ২১ জুন,,
আর মাত্র কিছুদিনের অপেক্ষা। ১৪ জুলাই ২০২৪ থেকে খয়েরপুর পুরাতন আগরতলা চৌদ্দ দেবতা বাড়িতে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী খার্চি পূজা । সাত দিন ব্যাপী চৌদ্দ দেবতার পূজা এবং খার্চি উৎসব চলবে ২০ জুলাই পর্যন্ত। ইতিমধ্যেই খার্চি উৎসবকে সামনে রেখে খয়েরপুরে পুরাতন আগরতলায় প্রস্তুতি শুরু হয়ে গেছে। বৃহস্পতিবার খার্চি উৎসব নিয়ে প্রশাসনিক বৈঠকের পর এই বিষয়টি জানিয়েছেন উৎসব কমিটির চেয়ারম্যান খয়েরপুরের বিধায়ক রতন চক্রবর্তী।
বিধায়ক রতন চক্রবর্তী বলেন খার্চি উৎসবকে সামনে রেখে এদিন পশ্চিম জেলা প্রশাসনের অফিসে কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের চেয়ারম্যান হিসেবে ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী। ছিলেন পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ড. বিশাল কুমার, অতিরিক্ত জেলাশাসক, জিরানিয়া মহাকুমা শাসক, পুরাতন আগরতলার ব্লক আধিকারিক সহ পুলিশ এবং সাধারণ প্রশাসনের অন্যান্য আধিকারিক। এ বছর খার্চি উৎসবে বার্তা রাখা হয়েছে ‘গাছ লাগাও প্রাণ বাঁচাও” । সাত দিন ব্যাপী এই উৎসবে মেলা কমিটি ১৫ হাজার গাছের চারা বিতরণ করবে। আমাদের সবুজ পৃথিবীকে বাঁচিয়ে রাখতে উৎসব মুহূর্তে জন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। তাছাড়া খার্চি পূজা এবং উৎসবে ৭ দিনব্যাপী আনন্দমেলার আয়োজন থাকবে। রাজ্যের ঐতিহ্যবাহী এই উৎসবে প্রতিবছরের মতো এবারও দেশ-বিদেশের পর্যটকদের ভিড় জমবে বলে চেয়ারম্যান রতন চক্রবর্তী আশা ব্যক্ত করেছেন।