Home জাতীয় খবর হীরা মডেল রাজ্যে নেই পরীক্ষা সেন্টার ? বহিরাজ্যে গিয়ে মরতে হল দীপরাজকে।...

হীরা মডেল রাজ্যে নেই পরীক্ষা সেন্টার ? বহিরাজ্যে গিয়ে মরতে হল দীপরাজকে। প্রতিবাদ!

0

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা ,, ৩ মে,,

শুধু মুখ্যমন্ত্রী নয়, খোদ প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বর্তমানে হীরার রাজ্যে হয়ে উঠেছে ত্রিপুরা। অথচ সেই ত্রিপুরা রাজ্যে স্টেট কোঅপারেটিভ ব্যাংকের মাত্র ১৫৬ টি পোস্টে চাকরির পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থা করতে পারেনি ব্যাংক কর্তৃপক্ষ। ত্রিপুরাতে ব্যাংকের পরীক্ষার ব্যবস্থা করার মত পরিকাঠামো নেই। ত্রিপুরায় উন্নত পরিকাঠামো যুক্ত পরীক্ষা কেন্দ্রের জায়গা খুঁজে পাওয়া যায়নি বলেই ত্রিপুরায় ব্যাংকের পরীক্ষার চাকরির জায়গা তৈরি করা হয়েছিল অসম রাজ্যে। সেই বিষয়টি নিয়ে অনেক আগে থেকেই আপত্তি তুলেছিলেন কংগ্রেসের ছাত্র সংগঠন এন এস ইউ আই, যুব কংগ্রেস সহ বামপন্থী ছাত্র যুব সংগঠন এবং অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলের যুব সংগঠন গুলো। দাবি উঠেছিল রাজ্যের বেকারদের চাকরির সুযোগ যাতে বহি রাজ্যে ঠেলে‌ দেওয়া না হয়। দাবি উঠেছিল স্টেট কো-অপারেটিভ ব্যাংকের পরীক্ষাকেন্দ্র যাতে ত্রিপুরাতেই তৈরি করা হয়। কংগ্রেস, সিপিএমের ছাত্র যুব নেতারা প্রশ্ন তুলেছিলেন কেন গাঁটের পয়সা খরচ করে ত্রিপুরার ছেলেমেয়েদের বহিরাজ্যে পরীক্ষা দিতে যেতে হবে? কিন্তু সেই সময় কোন কর্ণপাত করেনি ব্যাংক কর্তৃপক্ষ, রাজ্য সরকার কিংবা শাসকদল বিজেপি। বরং শাসকদলের রাজনৈতিক ষড়যন্ত্রে বিজেপি শাসিত আরেক রাজ্য আসামের ছেলেমেয়েদের কিছুটা সুযোগ করে দিতে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের চাকরি পরীক্ষার জায়গা গুহাটিতে নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ। সেই পরীক্ষা দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ত্রিপুরার বেকার চাকরিপ্রার্থী দীপরাজ দেববর্মার। সেই মৃত্যুর পরও নীরব ভূমিকায় রয়েছেন ব্যাংক কর্তৃপক্ষ। বিজেপি,তিপ্রা, আইপিএফটি নেতৃত্বাধীন জোট সরকার বাস দুর্ঘটনায় মৃত দেবরাজ দেববর্মা এবং তাঁর পরিবারের প্রতি কোন ধরনের সহানুভূতি দেখাচ্ছেনা । মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েই দায়িত্ব গুটানোর চেষ্টা করছেন। মৃতদেহ রাজ্যে আনা কিংবা পরিবারকে প্রাথমিক সাহায্য করার ক্ষেত্রে সরকার এখনো কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ। এবার সেই ঘটনার প্রতিবাদে ফের একবার সোচ্চার হয়েছে কংগ্রেস এবং সিপিআইএমের ছাত্র যুব সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো। শুক্রবার সেই ঘটনার পরে প্রতিবাদে মৃতের পরিবারে চাকরি সহ বিভিন্ন সুযোগ-সুবিধার দাবি নিয়ে স্টেট কোঅপারেটিভ ব্যাংকের সামনে গিয়ে বিক্ষোভ দেখায় ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস।

প্রদেশ যুব কংগ্রেসের সদর জেলা সভাপতি বিপ্লব ঘোষ এবং প্রদেশ কংগ্রেসের মুখপাত্র আমির হোসেনের নেতৃত্বে কংগ্রেসের একটি দল স্টেট কো-অপারেটিভ ব্যাংকের ছুটে যান। নেতৃত্বে সেখানে এমডি না থাকায় তারা তার সঙ্গে কথা বলতে পারেননি। উপস্থিত আধিকারিকদের তারা পুরো ঘটনার দ্বায়ভার নিয়ে এমডির পদত্যাগ চেয়েছেন। পাশাপাশি ব্যাংক কর্তৃপক্ষের কাছে মৃতের পরিবারকে অবিলম্বে চাকরি দেবার দাবি জানানো হয়েছে যুব কংগ্রেসের তরফ। একইভাবে দুপুরের পর এই ঘটনায় ডিসিএম দীনা প্রসাদ বড়ুয়ার নিকট ডেপুটেশন দিয়েছে বামপন্থী চারটি ছাত্র যুব সংগঠন।

বাম ছাত্র যুব সংগঠনের তরফে নবারুণ দেব বলেন দীপরাজ দেববর্মা একটি স্বপ্ন নিয়ে গিয়েছিল ইন্টারভিউ দিতে। বাস দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার ২১ ঘন্টার পর তাঁর মৃতদেহ নিয়ে যাওয়া হয় শিলচর মেডিকেল কলেজে। ওই সময় সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হয়নি। কোন সাহায্য করা হয়নি। প্রায় ৪৮ ঘন্টার পর পরিবারের প্রচেষ্টায় দেহ আজ বাড়িতে আনা হয়েছে।

প্রশাসনিক ভাবে কেউই মৃতের পরিবারের সাথে যোগাযোগ করেননি। বাম ছাত্র সংগঠন এদিন মহাকুমা শাসকের কাছে ডেপুটেশন দিতে চেয়েছিলেন। মহাকুমা শাসক না থাকায় ডিসিএমের কাছে মৃতের পরিবারে একটি চাকরি সহ বিভিন্ন দাবি তুলে ধরেছেন। এছাড়াও আগরতলায় এদিন বিক্ষোভ দেখায় এআইডিওয়াইও এবং এআইবিএসও।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version