প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ৪ মে,,
সিধাই থেকে দুই কুখ্যাত আন্তর্জাতিক মানব পাচারকারী তথা ‘টাউট’-কে গ্রেফতার করল আগরতলা জিআরপি থানার পুলিশ। মানব পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সিধাই থানা এবং জিআরপি থানা রীতিমতো এম্বুশে বসে দুই যুবককে গ্রেফতার করে বলে জানা গেছে । ধৃত দুই জনের নাম বাপন ভৌমিক (২০), বাড়ি সিধাই রাঙামুড়াতে এবং গৌতম সরকার (৩০) বাড়ি সিধাই হরিয়ানখলা। শুক্রবার রাতে সিধাই থানার পুলিশের মদতে আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাসের নেতৃত্বে পুলিশ তাদের দুজনকে বাড়ির সামনে থেকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রের দাবি এই দুই যুবকের বাড়ি সিধাই সীমান্তবর্তী এলাকায়। তারা দীর্ঘদিন যাবত দুই দেশের নাগরিকদের অবৈধভাবে এপার-ওপার করছে। জিআরপি থানার পুলিশ পূর্বতন একটি মামলার তদন্ত করতে গিয়ে তাদের দুজনের নাম উঠে আসে। তারা আন্তর্জাতিক মানব পাচারকারী তথা টাউট হিসেবে পুলিশের খাতায় চিহ্নিত রয়েছে। শুক্রবার রাতে তাদেরকে গ্রেফতার করার পর জিআরপি থানার পুলিশ শনিবার তাদের আদালতে হাজির করে রিমান্ডের আর্জি জানাবে বলে জানা গেছে।