Home ত্রিপুরার খবর আগরতলা খবর হাওড়ার জলে গৃহবধূর মৃতদেহ উদ্ধার: চাঞ্চল্য রেশমবাগানে।

হাওড়ার জলে গৃহবধূর মৃতদেহ উদ্ধার: চাঞ্চল্য রেশমবাগানে।

0

সংবাদ প্রতিনিধি,, আগরতলা,, ৮ এপ্রিল,,

দুদিন নিখোঁজ থাকার পর হাওড়ার জলে এক গৃহবধুর মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আগরতলা রেশমবাগান এলাকায়। মৃত গৃহবধূর নাম জয়ন্তী দেবনাথ(২০)। স্বামীর নাম চন্দন দেবনাথ।

সোমবার দুপুরের পর বলদাখাল এলাকায় ব্রিজের পাশে হাওড়া নদীর জলে গৃহবধুর মৃতদেহ উদ্ধার হয়। গৃহবধূর স্বামীর দাবি জয়ন্তী দেবনাথ মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিল। রবিবার সকালে বাড়িতে কিছু না বলে স্বামীর বাড়ি থেকে সে বের হয়েছিল । অনেক খোঁজাখুঁজির পর স্বামী পূর্ব আগরতলা থানায় স্ত্রীর নিখোঁজ ডায়েরি করেছিলেন। এর মধ্যেই সোমবার দুপুরের পর বলদাখাল এলাকায় হাওড়া নদীর জলে এক মহিলার মৃতদেহ দেখতে পাওয়া যায়। পরিবারের লোকজন গিয়ে এই মৃতদেহটি জয়ন্তী দেবনাথের বলে সনাক্ত করেন। জয়ন্তী দেবনাথের দুই বছরের একটি মেয়ে সন্তান রয়েছে। জয়ন্তী দেবনাথের এই অস্বাভাবিক মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে। স্থানীয় মহলের অভিযোগ এই গৃহবধূকে স্বামী এবং শাশুড়ি প্রচন্ড নির্যাতন করত। তারাই এলাকাতে প্রচার করেছিল এই গৃহবধূ মানসিকভাবে অসুস্থ। অত্যাচার সহ্য করতে না পেরে গৃহবধূ আগেও কয়েকবার বাড়ি থাকে নিখোঁজ হয়ে গিয়েছিল বলে খবর। মৃতদেহ উদ্ধারের পর কপালের ফোটা এবং নির্দিষ্ট কিছু বিষয় মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে সন্দেহ তৈরি করেছে। খবর পেয়ে বোধজঙনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে প্রাথমিক তদন্ত করছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version