সংবাদ প্রতিনিধি,, বিশালগড়,, ৮ এপ্রিল,,
বিশালগড় বিধানসভা কেন্দ্রে গণহারে বিজেপিতে যোগ দিচ্ছেন ভোটাররা। সোমবার সংখ্যালঘু অধ্যুষিত ২ চন্দ্রনগর এবং নদিলাখ এলাকার দীর্ঘ বছরের পুরানো সিপিএম সমর্থকরা দল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। বিশালগড় বিধানসভার নদিলাখ এলাকার ৫৬ নং বুথে এই যোগদান সভা অনুষ্ঠিত হয়। নবাগতদের দলে বরণ করে নেন বিশালগড় বিধানসভার বিধায়ক সুশান্ত দেব । যোগদান সভায় উপস্থিত ছিলেন বুথ প্রেসিডেন্ট নিরঞ্জন পাল, শক্তি কেন্দ্রের ইনচার্জ পার্থ জিৎ সাহা,উপপ্রধান সবিতা সিনহা, পঞ্চায়েত মেম্বার প্রসেনজিৎ পাল সংখ্যালঘু মোর্চার সভাপতি ফেরদৌস মিয়া, জয়দুল হোসেন সহ অন্যান্য নেতৃত্ব। এদিনের দল বদল অনুষ্ঠানে ৯৮ পরিবারের ২৩০ জন ভোটার কংগ্রেস এবং সিপিআইএম ছেড়ে বিজেপিতে শামিল হয়েছেন। নবাগতদের একাংশ জানান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ‘সবকা সাথ ,সবকা বিকাশ এবং সবকা বিশ্বাস, নিয়ে যেভাবে উন্নয়নমূলক কাজ হচ্ছে তাতে তারাও অংশীদার হতে চান। তাছাড়া বিশালগড়ের বিধায়ক সুশান্ত চৌধুরী যেভাবে সমস্ত অংশের নাগরিকদের সাথে নিয়ে এলাকার উন্নয়নের পাশাপাশি সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিয়েছেন তাতে বিদায় কর প্রতি সংখ্যালঘু অংশের মানুষের বিশ্বাস এবং ভরসা বেড়ে গেছে। বিধায়ক সুশান্ত দেবের যোগ্য নেতৃত্বের কারণেই তারা বিজেপিতে যোগদান করেছেন বলে অভিমত ব্যক্ত করেছেন।