প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,,১২ নভেম্বর।।
নিজের স্ত্রীকে গুলি করে হত্যার চেষ্টায় পুলিশের হাতে ধরা পরল এক ব্যক্তি। ধৃতের নাম বলবীর সিং। মঙ্গলবার সন্ধ্যায় আমতলী থানার পুলিশ হাঁপানিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে দেশীয় কারখানায় তৈরি একটি পিস্তল সহ তাজা এক রাউন্ড গুলি। পুলিশ সূত্রের দাবি বলবীর সিং নিজের স্ত্রী কবিতা রিয়াংকে বাইকে করে সিপাহীজলা জেলার কলমচৌড়া থানা এলাকাতে নিয়ে যায়। সেখানে জঙ্গলে বাইক দাঁড় করিয়ে টুল বক্স থেকে পিস্তল বের করে স্ত্রীকে গুলি করে খুনের চেষ্টা করে। বলবীরের স্ত্রী কবিতা রিয়াং কোনোভাবে সেখান থেকে দৌড়ে পালিয়ে আত্মরক্ষা করে। কিন্তু মহিলার পায়ে এবং বুকের পাশে গুলি লেগেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। খবর পেয়ে কলমচৌড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত মহিলাকে উদ্ধার করে হাঁপানিয়া হাসপাতালে ভর্তি করে। কলমচৌড়া থানার পুলিশের কাছ থেকে খবর পেয়ে আমতলী থানার পুলিশ হাঁপানিয়া এলাকা থেকে অভিযুক্ত বলবীর সিং-কে গ্রেফতার করেছে। তার বাইকের টুল বক্স থেকে পুলিশ পিস্তল এবং গুলি উদ্ধার করেছে। পরবর্তীকালে আমতলী থানার পুলিশ পিস্তল সহ ধৃত বলবির সিং কে কলমচৌড়া থানার পুলিশের হাতে তুলে দেয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য রয়েছে সংশ্লিষ্ট নাগরিক মহলে।