প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১২ নভেম্বর,,
সোমবার বিকালে ফের ৩ জন বাংলাদেশী নাগরিক ধরা পড়লো আগরতলা রেল স্টেশনে। তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করে রেলপথে বহিরাজ্যে পাড়ি দিতে চেষ্টা করেছিল। বহিরাজ্যে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশনে আসলে জি আর পি , বি এস এফ এবং আগরতলা আর পি এফ, মিলে তাদের তিন জনকে আটক করে। পরে পুলিশের মহিলা অফিসাররা তাদের জিজ্ঞাসাবাদ করে তাদের বাংলাদেশী নাগরিক হওয়ার বিষয়টি স্পষ্ট হয় এবং তাদের গ্রেপ্তার করে। ধৃত তিন মহিলার নাম হাসনা হেনা (২৬)জিলা – সাতকিরা, 2) কুলসোম বেগম (২২) জিলা -নারাইল এবং ৩)স্বপ্না আক্তার (১৯)জিলা -চট্টগ্রাম । আগরতলা জিআরপি থানার পুলিশ এই বিষয়ে একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। মঙ্গলবার তাদের আদালতে হাজির করা হবে ।