প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১৫ সেপ্টেম্বর,,
এক বাড়িতেই ঘরের পেছনদিকে উদ্ধার হল এস এল আর তথা সেলফি লোডেড রাইফেল। আরক্ষা বাহিনীর ব্যবহৃত এই রাইফেল কিভাবে বাড়ির পেছনে উদ্ধার হল তা নিয়ে রহস্য তৈরি হয়েছে। ঘটনার বিবরণের জানা যায় রবিবার সকালে এয়ারপোর্ট থানার ছনমুরি নিবাসী ক্ষুদিরাম দেবের বাড়ির ঘরের বাইরে থেকে আগ্নেয়াস্ত্র এস এল আরটি উদ্ধার হয়েছে। পরে বাড়ির লোকজন পুলিশে খবর দিলে পুলিশ এসে সেটি উদ্ধার করে নিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্থানীয় ওএনজিসি ক্যাম্পে ডিউটিতে থাকা কোন টি এস আর জোয়ানের এই রাইফেল হতে পারে। কারণ সেই কেম্প থেকে মাঝেমধ্যে টিএসআর জোয়ানরা বিভিন্ন বাড়ি ঘরে গিয়ে নেশা করে। নেশাগ্রস্ত অবস্থায় কোন অন ডিউটি জোয়ান নেশাগ্রস্ত অবস্থায় নিজের সার্ভিস রাইফেল ফেলে গেছে বলেই ধারণা করা হচ্ছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছেন।