আগরতলা,, ১৩ ফেব্রুয়ারি,,
নির্বাচনের ৭২ ঘন্টা আগে নিয়ম মেনে রাজ্যব্যাপী ১৪৪ ধারা জারি হলো সোমবার রাত থেকে । সোমবার রাত দশটার পর থেকে রাজ্যের আট জেলাতেই ১৪৪ ধারা লাগু করা হয়েছে জেলা প্রশাসনের তরফে। ১৪ ফেব্রুয়ারি সকাল পাঁচটা পর্যন্ত লাগু থাকবে এই নির্দেশ।
আগামীকাল অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি বিকেল ৪ টা পর্যন্ত সরব প্রচারের মেয়াদ রয়েছে। তাই ভোর পাঁচটার পর থেকে সবকটি রাজনৈতিক দল তাদের নির্বাচনী প্রচার করতে পারবেন বিকেল ৪ টা পর্যন্ত। তবে এদিন কোথাও বাইক মিছিল করা যাবে না। সোমবার সন্ধ্যায় পশ্চিম জেলা শাসকের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক কিরন গীত্তে। মুখ্য নির্বাচন আধিকারিক জানান আগামী ১৬ ফেব্রুয়ারি নির্বাচনকে সর্বাত্মক শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক পদ্ধতিতে সম্পন্ন করতে নির্বাচন কমিশন সব ধরনের ব্যবস্থা করেছে। ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে তার জন্য বহিরাজের কিছু কলেজের পরীক্ষাও পিছিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই নির্বাচন কাজে যুক্ত কর্মচারী, গাড়ির চালক সহ বিভিন্ন স্থরের কর্মীদের ব্যালট পেপারের ভোট গ্রহণ সম্পন্ন হয়ে গেছে। নির্বাচন আধিকারিক জানান রাজ্যে পর্যাপ্ত পরিমাণে সুরক্ষাকর্মী রয়েছে নির্বাচনের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য। প্রায় চার শতাধিক কোম্পানি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী সহ প্রচুর পরিমাণ ত্রিপুরা পুলিশ এবং টি এস আর জোয়ান নির্বাচন সুরক্ষায় মাঠে রেয়েছে বলে তিনি জানিয়েছেন।
এছাড়াও প্রত্যেক বিধানসভা কেন্দ্রে ভোটারদের যেকোন অভিযোগ এবং অসুবিধার কথা জানাতে হেল্প লাইন নাম্বার জারি করা হয়েছে।
ভোটকে সর্বাত্মক শান্তিপূর্ণ এবং সুন্দর রাখতে তিনি রাজনৈতিক দলের নেতা এবং নাগরিকদের কাছে সহযোগিতা চেয়েছেন। প্রসঙ্গত আগামী ১৬ ফেব্রুয়ারি ৬০ বিধানসভা আসনের ত্রিপুরায় নির্বাচন। ২ মার্চ ঘোষণা হবে ফলাফল।