বক্সনগর,, ১৩ ফেব্রুয়ারি,,,
“ত্রিপুরাতে যখন একবার ঢুকেছি। আপনাদের ছেড়ে যাবো না। মাটি কামড়ে পড়ে থাকবো। বিজেপি সিপিএমের যে জেদ । তার থেকে অনেক বেশি জেদ আমার। আমরা শেষ দেখে থাকবো। আপনাদের কথা দিতে হবে। আমাদের সঙ্গে থাকবেন। আপনাদের যখনই বিপদ হবে তখন আমরা আসবো।
সুখে, আনন্দে আপনাদের পাশে থাকবে না। কিন্তু বিপদে আপনাদের পাশে তৃণমূল থাকবে। কথা দিয়ে যাচ্ছি।
১৬ তারিখ মাথা উঁচু করে গিয়ে জোড়া ফুল চিহ্নে ভোট দিন। জোড়া ফুলে বোতাম টেপা মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়া। বিজেপিকে উপরে ফেলে দেন। তৃণমূলকে জিতিয়ে দিন। ত্রিপুরাকে এগিয়ে নিন। ত্রিপুরাকে জিতিয়ে দিন।”
ত্রিপুরার বক্সনগর বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে এসে সোমবার এই কথাগুলো বলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। তিনি নাগরিকদের উদ্দেশ্য করে বলেন, “সিপিআইএম ,কংগ্রেসের এবং বিজেপির সরকার দেখেছেন। এবার প্রকৃত উন্নয়নের জন্য তৃণমূলকে সুযোগ করে দিন।”
এদিন বক্সনগরে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়দুল হোসেন সহ জেলার তিনটি কেন্দ্রের তৃণমূল প্রার্থীদের সমর্থন একটি জনসভার আয়োজন ছিল। সেই সভাতে সর্বভারতীয় সম্পাদক অভিষেক ব্যানার্জি সহ উপস্থিত ছিলেন ত্রিপুরার প্রভাবের সুস্মিতা দেব, ত্রিপুরা প্রদেশের সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস সহ অন্যান্যরা। তৃণমূলের সমাবেশকে কেন্দ্র করে এদিন কর্মী সমর্থকদের ব্যাপক উৎসাহ লক্ষ্য নিয়ছিল।