Home ত্রিপুরার খবর আগরতলা খবর সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিরোধীদল: প্রতিবাদ মিছিলে মুখ্যমন্ত্রী।

সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিরোধীদল: প্রতিবাদ মিছিলে মুখ্যমন্ত্রী।

0

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ৪ অক্টোবর,,

সাধারণ মানুষের কাছে মিথ্যা কথা বলে বিভ্রান্তি ছড়িয়ে রাজ্যে অশান্তি তৈরি করতে চাইছে সিপিআইএম এবং কংগ্রেস। বিরোধী দলের বিরুদ্ধে এই অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাজধানীতে প্রতিবাদ মিছিল করল শাসক দল বিজেপির সদর জেলা কমিটি। রবীন্দ্র ভবনের সামনে থেকে শুরু হওয়া এই প্রতিবাদ মিছিলের নেতৃত্ব ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, দলের প্রদেশ সভাপতি সাংসদ রাজিব ভট্টাচার্য, মন্ত্রী সুশান্ত চৌধুরী, মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য নেতৃত্ব। মিছিলে মুখ্যমন্ত্রী অভিযোগ করে বলেন ৩৫ বছর ধরে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করে স্বৈরাচারী শাসন চালিয়েছে বাম- কংগ্রেস দল। মুখ্যমন্ত্রী বলেন তৎকালীন সময়ে বিরোধী দলের সমর্থকদের উপর খুন-ধর্ষণ- হামলা – হুজ্জতি ছিলো নিত্য নৈমিত্তিক ঘটনা ছিল । এখন যখন রাজ্যে শান্তি রয়েছে তখন মিথ্যা কথা বলে বিরোধী দলগুলোও সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। এ দিনের মিছিলে ব্যাপক জন সমর্থন লক্ষ্যনিয় ছিল।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version