Home জাতীয় খবর মুখ্যমন্ত্রীর নির্দেশ; পুলিশের তৎপরতায় জাতীয় সড়কে উদ্ধার বিপুল পরিমাণ মাদক।

মুখ্যমন্ত্রীর নির্দেশ; পুলিশের তৎপরতায় জাতীয় সড়কে উদ্ধার বিপুল পরিমাণ মাদক।

0

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ৩ অক্টোবর,,

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর মাদক বিরোধী অভিযানে পুলিশের তৎপরতায় এবার বড় সাফল্য পেল মুঙ্গিয়াকামী থানা, এবং খোয়াই থানার পুলিশ। বৃহস্পতিবার মুঙ্গিয়াকামী থানা এলাকায় উদ্ধার হল প্রায় অর্ধ কোটি টাকার নিসিদ্ধ কফ সিরাপ । গাড়ি সহ চালক এবং সহ চালককে গ্রেফতার করেছে পুলিশ। একইভাবে জাতীয় সড়কের খোয়াই থানা এলাকায় একটি বিলাসবহুল গাড়ি থেকে উদ্ধার হল প্রায় ৫০ কেজি শুকনো গাঁজা। গাড়ি থেকে আটক করা হয় চালক রজনী দেববর্মাকে। ঘটনার বিবরণে জানা যায় বৃহস্পতিবার সকাল নাগাদ মুঙ্গিয়াকামী থানাধীন জাতীয় সড়কে ৪১ মাইল এলাকায় নাকা পয়েন্টে আটক করা হয় NL01 AF 6187 নম্বারের পাথর বোঝাই ট্রিপার । পরবর্তীকালে গাড়িতে তল্লাশি চালিয়ে পাথরের নিচে উদ্ধার হয় ৯৯০০ বোতল নিষিদ্ধ কফ সিরাপ ।

(ভিডিও দেখতে প্লে বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন)

উদ্ধারকৃত মাদকের বাজার মূল্য আনুমানিক ৫০ লক্ষাধিক হবে বলে জানান মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন। একই দিনে খোয়াই থানার অন্তর্গত জাতীয় সড়কের চেরমা নাকা থেকে একটি বিলাশবহুল গাড়ি আটক করা হয়। সেই গাড়ির দরজার ভেতর সহ বিভিন্ন গোপন জায়গা থাকে উদ্ধার হয়েছে ৪৭ কেজি ৫০০ গ্রাম শুকনো গাঁজা। এই গাঁজার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। পুলিশ গাড়ির চালক রজনী দেববর্মাকে আটক করেছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version