Home জাতীয় খবর সাউথ ইস্ট এশিয়ার প্রবেশদ্বার হবে ত্রিপুরা; এল এইচ বি কোচের উদ্বোধন করে...

সাউথ ইস্ট এশিয়ার প্রবেশদ্বার হবে ত্রিপুরা; এল এইচ বি কোচের উদ্বোধন করে বললেন মুখ্যমন্ত্রী।

0

সংবাদ প্রতিনিধি,, আগরতলা,, ৩ ফেব্রুয়ারি,,

সাউথ ইস্ট এশিয়ার প্রবেশ দ্বার হবে ত্রিপুরা। আগরতলা দেওঘর এক্সপ্রেসে অত্যাধুনিক এল এল বি রেকের উদ্বোধন করে এই কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি বলেন প্রধানমন্ত্রী মোদীজি ত্রিপুরাকে হীরা দিয়েছেন। ত্রিপুরার সড়ক ,রেল এবং বিমান পরিষেবা উন্নত হয়েছে। বাংলাদেশের সাথে রেল পরিষেবা চালু করার কাজও দ্রুত শেষ হচ্ছে। সব মিলিয়ে আগামী দিনে ত্রিপুরা সাউথ ইস্ট এশিয়ার প্রবেশদ্বার হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। ত্রিপুরার রেল পরিষেবায় এই অত্যাধুনিক কোচ যুক্ত করায় প্রধানমন্ত্রী মোদীজি এবং কেন্দ্রীয় রেল মন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। প্রসঙ্গত শনিবার ত্রিপুরার রেল যোগাযোগে যুক্ত হল অত্যাধুনিক ‘লিংক হফম্যান বুশ’ কোচ তথা এল এইচ বি কোচ। শনিবার আগরতলা রেলওয়ে স্টেশনে আধুনিক এলএইচবি রেক সহ আগরতলা- দেওঘর এক্সপ্রেস ট্রেনের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।এই অত্যাধুনিক পরিষেবায় যাত্রীরা আরও স্বাচ্ছন্দে রেল যাত্রা উপভোগ করতে পারবেন।

প্রসঙ্গত আগরতলা-দেওঘর-আগরতলা এক্সপ্রেস ট্রেনটি এতদিন পুরাতন ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (আইসিএফ) কোচ নিয়ে যাতায়াত করছে। এবার এটিকে যাত্রী সুবিধাযুক্ত আধুনিক ‘লিংক হফম্যান বুশ’ (এলএইচবি) কোচ-এ রূপান্তরিত করা হয়েছে। হাইব্রিড এলএইচবি কোচ হল ভারতীয় রেলওয়ে দ্বারা ব্যবহৃত এক ধরণের উন্নত যাত্রীবাহী কোচ। যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনা করে ভারতীয় রেল এই আধুনিক ‘লিংক হফম্যান বুশ’ (এলএইচবি) কোচ সংযোজন করছে। এতে একদিকে যেমন কোচে যাত্রীদের সংখ্যা বৃদ্ধি পাবে, তেমনি যাত্রীদের নিরাপত্তা অধিক সুরক্ষিত ও আরামদায়ক হবে। এই ‘লিংক হফম্যান বুশ’ (এলএইচবি) কোচে অগ্নিপ্রতিরোধক ব্যবস্থা উন্নত রয়েছে। এই এলএইচবি ডিজাইনের কোচগুলিতে পাওয়ার ভ্যান কাম গার্ড ভ্যান, প্যান্টিকার রয়েছে। এসি থ্রি-টায়ারসহ ও জেনারেল ক্লাসেও যাত্রী সংখ্যাও বৃদ্ধি পাবে। বর্তমানে এই ট্রেনটি আগরতলা স্টেশন থেকে প্রতি শনিবার সন্ধ্যা ৭টায় দেওঘরের উদ্দেশ্যে রওনা হয়।

মোট ১৪৭২ কিমি দীর্ঘ পথ ৩৫ ঘন্টায় অতিক্রম করে। আগরতলা থেকে রওনা হয়ে ট্রেনটি প্রথমে তেলিয়ামুড়া, আমবাসা, ধর্মনগর, বদরপুর জংশন, নিউ-হাফলং, লামডিং জংশন, চাপারমুখ, গুয়াহাটি, কামাখ্যা, রঙিয়া, নিউবঙ্গাইগাঁও জংশন, নিউকোচবিহার, নিউ জলপাইগুড়ি জংশন, কাটিহার, নৌগাছিয়া, মুঙ্গের, ভাগলপুর জংশন ও বাঙ্কা হয়ে দেওঘর জংশনে পৌঁছায়। ভারতীয় রেল রেলযাত্রীদের সুবিধা, নিরাপত্তা এবং ভ্রমণ পরিষেবাকে আরামদায়ক করতে নিরবচ্ছিন্ন প্রয়াস চালিয়ে যাচ্ছে। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে রেল যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণের লক্ষ্যে নতুন আধুনিক সুবিধাযুক্ত ‘লিংক হফম্যান বুশ’ (এলএইচবি)কোচ এর সংযোজন রেল পরিষেবার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version