Home ত্রিপুরার খবর কৃষক বিরোধী বাজেট! আগরতলায় কপি পুড়িয়ে প্রতিবাদ সারা ভারত কৃষক সভার।

কৃষক বিরোধী বাজেট! আগরতলায় কপি পুড়িয়ে প্রতিবাদ সারা ভারত কৃষক সভার।

0

সংবাদ প্রতিনিধি,, আগরতলা,, ৩ ফেব্রুয়ারি,,

“অন্তঃসারশূন্য বাজেট। ভারতবর্ষের জনগণের কোন কথা এই বাজেটে প্রতিফলিত হয়নি।” ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনে পেশ করা অন্তর্বর্তীকালীন বাজেটের প্রতিবাদ জানিয়ে এই কথা বললেন সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর। এদিন আগরতলার রাজপথে কেন্দ্রীয় বাজেটের কপি পুড়িয়ে প্রতিবাদ করেন কৃষক সভার রাজ্য নেতৃত্ব। পূর্ব ঘোষিত কর্মসূচির অঙ্গ হিসেবে শনিবার ধর্মনগর, গোমতী জেলা, বিশালগড়ে বাজেটের কপি পুড়িয়ে প্রতিবাদ করা হয়। কেন্দ্রীয়ভাবে আগরতলায় এই প্রতিবাদ কর্মসূচির নেতৃত্ব দেন কৃষক নেতা পবিত্র কর, প্রাক্তন মন্ত্রী অঘোর দেববর্মা, রতন দাস সহ অন্যান্যরা।

পবিত্র কর বলেন ধারণা করা হয়েছিল বাজেটে দেশের যুবক এবং কৃষকদের প্রাধান্য দেওয়া হবে। কিন্তু তা হয়নি। বাজেটে সবচেয়ে কম টাকা দেশের কৃষি এবং কৃষকদের জন্য রাখা হয়েছে। অর্থ কমিয়ে দেওয়া হয়েছে রেগায় । তিনি বলেন বাজেটে সরকারের অর্থনীতি প্রতিফলিত হয়। এবার যে বাজেট হয়েছে তা দেশের শ্রমিক কৃষক এবং জনবিরোধী। তাই এর বিরুদ্ধে কৃষকরা আন্দোলনে মাঠে নেমেছে।

পরে রাজপথে বাজেটের কপি পুড়িয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেন। এদিনের এই কর্মসূচিতে সংযুক্ত কৃষাণ মোর্চা ,ক্ষেত মজদুর ইউনিয়ন, সারা ভারত কৃষক সভা এবং উপজাতি গণমুক্তি পরিষদ অংশ নিয়েছিল।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version