Home ত্রিপুরার খবর সাংবাদিকদের উদ্দেশ্য করে মন্ত্রীর আপত্তিকর মন্তব্য; নিন্দা আগরতলা প্রেসক্লাবের।

সাংবাদিকদের উদ্দেশ্য করে মন্ত্রীর আপত্তিকর মন্তব্য; নিন্দা আগরতলা প্রেসক্লাবের।

0
Oplus_0

আগরতলা,, ১৯ মে,,

শনিবার শাসক দল বি জে পি – র আমন্ত্রণে তাদের রাজনৈতিক কর্মসূচি র সংবাদ সংগ্রহ করতে গিয়ে অপ্রত্যাশিত ভাবে অত্যন্ত অসম্মান জনক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন সাংবাদিক চিত্র সাংবাদিকরা। রাজ্যমন্ত্রী সভার সদস্য বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ কুৎসিত বিকৃত ভঙ্গিতে সাংবাদিকদের হেয় করার চেষ্টা করেন।তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, সাংবাদিকদের ‘খাইয়া দাইয়া কাম নাই “-। একজন মন্ত্রীর এই ধরনের আচরণের তীব্র নিন্দা জানাচ্ছে আগরতলা প্রেসক্লাব। একই সঙ্গে আগরতলা প্রেসক্লাব উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে সাংবাদিকদের সঙ্গে অসহিষ্ণুতার পরিচয় দিচ্ছে একাংশ রাজনৈতিক ব্যাক্তিত্ব এবং আমলা। আগরতলা প্রেসক্লাব এই ধরনের আচরণ থেকে বিরত থাকতে সকলের প্রতি অনুরোধ জানাচ্ছে। সাংবাদিকদের অসম্মান ও অমর্যাদা করার ঘটনা কোন ভাবেই বরখাস্ত করবেনা আগরতলা প্রেসক্লাব। আগরতলা প্রেসক্লাবের তরফে সহ-সম্পাদক অভিষেক দে এক বিবৃতিতে এই কথা জানিয়েছেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version