প্রতিধ্বনি প্রতিনিধি,, কৈলাসহর,, ১৯ মে,,
১২ই মে উদয়পুরের পর এবার ১৮মে (গতকাল রাতে) কৈলাশহর লাঠিয়াপুর। ইরানি থানার লাঠিয়াপুরা গ্রাম পঞ্চায়েতের খিলেরবনে ঘরের মধ্যে স্ত্রীর গলা কেটে নৃশংস ভাবে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। অভিযোগ দুই শিশু সন্তানের সামনে ৩৮ বছরের মহিলাকে নৃশংসভাবে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে খুন করা হয়েছে। ঘটনাস্থল ইরানি থানার অধীন লাঠিয়াপুর পঞ্চায়েতের খিলেরবন ৪ নম্বর ওয়ার্ডে । মৃত মহিলার নাম মিসফা বেগম (৩৮)। খুনি স্বামীর নাম তোর আলী(৪২)। প্রাথমিকভাবে পুলিশ সূত্রে জানা গেছে তোর আলী স্ত্রীকে ঘরের মধ্যেই ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে খুন করেছেন। সে সময় তার দুই শিশু সন্তান সামনেই উপস্থিত ছিল(তাদের তিনজন সন্তান রয়েছে)। ভয়ে শিশুরা মুখ বন্ধ করে ঘরের মধ্যে বসেছিল। স্ত্রীকে খুন করে রক্তাক্ত মৃতদেহ ঘরের ভেতরে ফেলে রেখে রাতেই তোর আলী পালিয়ে যায়।
ভোরে ঘরের মধ্যে মৃতদেহ উদ্ধারের পর প্রতিবেশীরা পুলিশে খবর জানান। পুলিশ গিয়ে ঘরের মধ্যে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে। সেই ঘরের ভেতরেই ছিল দুই শিশুসন্তান। ইরানি থানার ওসি সহ কৈলাশহর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার ঘটনাস্থলে গিয়ে তদন্ত করছেন। তদন্তের স্বার্থে ফরেনসিক টিম এবং ডগ স্কোয়াড-কে ঘটনাস্থলে নেওয়া হয়েছে। খবর রাখা পর্যন্ত সেই বাড়িতে উৎসাহী জনতার ভিড় রয়েছে। পুলিশ খুনি স্বামীকে ধরার চেষ্টায় রয়েছে। ঘটনাস্থল সীমান্তবর্তী এলাকা হওয়াতে খুনি স্বামী বাংলাদেশ পালিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ সীমান্তে বিএসএফকে এ বিষয়ে সতর্ক করে অভিযুক্তকে ধরতে সহযোগিতা চাইছে। ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। প্রসঙ্গত গত ১৩ মে রাতে উদয়পুরে একই কায়দায় স্ত্রীকে সন্দেহের বসে ধারালো দা দিয়ে গলা কেটে হত্যা করেছিলেন এক স্বামী। সেই ঘটনায় আর কে পুর থানার পুলিশ স্বামীকে গ্রেপ্তার করেছিল।