প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ৩০ এপ্রিল,,
নিগো বাণিজ্য নিয়ে গ্যাং ওয়ারের জেরে দুঃসাহসিক খুনকান্ড সংঘটিত হলো আগরতলার শালবাগান হাতিপাড়া এলাকায়। এয়ারপোর্ট থানাধীন শালবাগান হাতি পাড়াতে ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় ফিল্মি কায়দায় আটক করে গুলি করে হত্যা করা হলো উষা বাজার ভারতরত্ন সংঘ ক্লাবের সম্পাদক দুর্গা প্রসন্ন দেবকে। তাঁর মাথায় এবং বুকে পর পর পিস্তলের গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু নিশ্চিত করা হয়েছে বলে স্থানীয় সূত্রের দাবি। রাস্তার উপর পড়ে থাকে দূর্গা প্রসন্ন দেবের রক্তাক্ত নিথর দেহ। পরবর্তীকালে তাঁকে উদ্ধার করে আই এল এস হাসপাতালে আনা হলে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে জানা গেছে তাঁর শরীরে নাইন এমএম পিস্তলের তিনটি গুলি উদ্ধার হয়েছে। সন্ধ্যার ভিড়বহুল বাজারে এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনায় শালবাগান সহ উষা বাজার এলাকায় ব্যাপক আতংক তৈরি হয়েছে। আশপাশ এলাকার বাজারের ব্যবসায়ীরা খুনের ঘটনার পর আতঙ্কে তড়িঘড়ি দোকানপাট বন্ধ করে যার যার বাড়িতে চলে যান। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে যায় এয়ারপোর্ট থানার পুলিশ,এনসিসি থানার পুলিশ এবং পশ্চিম জেলার পুলিশ সুপার সহ একাধিক পুলিশ আধিকারিক। ঘটনাকে কেন্দ্র করে সেখানে আতঙ্কের পাশাপাশি একাংশের মধ্যে ব্যাপক উত্তেজনা রয়েছে।
সূত্রের দাবি মাত্র এক মাস আগে উষা বাজার ভারতরত্ন সংঘ ক্লাবের সেক্রেটারি হয়েছিলেন দুর্গা প্রসন্ন দেব।

সেক্রেটারি পথ বদলসহ ক্লাব এলাকায় নিগো বাণিজ্য নিয়ে অনেকদিন যাবতই ঝামেলা চলছিল। পৃথক পৃথক গ্যাং নিজেদের মধ্যে রীতিমতো যুদ্ধে জড়িয়ে গিয়েছিল। সেই গ্যাং ওয়ারের জেরে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশ সূত্রে যাবি। ঘটনার পর উষা বাজার ভারত রত্ন সংঘ ক্লাবের সামনে ব্যাপক উত্তেজনা চলছে। প্রাথমিকভাবে রাজু বর্মনের গ্রুপকে এই খুনের জন্য দায়ী করা হচ্ছে। পরিস্থিতি মোকাবেলা করতে প্রচুর পরিমাণ পুলিশ এবং টিএসআর মোতায়েন করা হয়েছে।
রাতে খবর লেখা পর্যন্ত এই ঘটনায় কোন গ্রেপ্তারের খবর নেই। প্রসঙ্গত ২০১৪ সালে আগরতলায় পশ্চিম থানাধীন রামনগরে সন্ধ্যায় প্রকাশ্য গুলিতে খুন করা হয়েছিল দিলীপ ঘোষকে। সেই হত্যাকাণ্ডের পর এবার ফের সন্ধ্যার ব্যস্ততম সময়ে আগরতলা শহরে পিস্তলের গুলিতে খুন করা হয়েছে। এই ঘটনায় সর্বত্র ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে পশ্চিম জেলা নিরাপত্তা নিয়ে। খুনের ঘটনার পর জেলা পুলিশ সুপার তড়িঘড়ি মাঠে নেমে খুনিদের গ্রেপ্তার করার চেষ্টা করছেন ফলে জানা গেছে।