Home ত্রিপুরার খবর আগরতলা খবর গরমে স্বস্তির খবর; রাজ্যে শুরু হচ্ছে ভারী বৃষ্টিপাত।

গরমে স্বস্তির খবর; রাজ্যে শুরু হচ্ছে ভারী বৃষ্টিপাত।

0

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ৩০ এপ্রিল,,

গত কিছুদিন যাবৎ তীব্র দহন যন্ত্রণার পর অবশেষে স্বস্তির বার্তা দিল আগরতলা বিমানবন্দর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পহেলা মে আগরতলা সহ রাজ্যের অধিকাংশ জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে কয়েকটি জেলাতে বৃষ্টির সাথে থাকবে বজ্রপাত এবং ঝড়ো হাওয়া। আগরতলা বিমানবন্দর আবহাওয়া দপ্তরের আধিকারিক ডক্টর পার্থ রায় (সাইন্টিস্ট সি) এই পূর্বাভাস দিয়েছেন।

ডক্টর পার্থ রায়(সাইন্টিস্ট সি)

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ডঃ পার্থ রায় বলেন গত ১৭ দিন ধরে রাজ্যে গরম এবং আদ্র আবহাওয়া রয়েছে। আগরতলা শহর সহ পশ্চিম জেলায় এই ধরনের আবহাওয়া ৩০ এপ্রিল পর্যন্ত জারি থাকবে। ১ মে থেকে পশ্চিম জেলায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সিপাহীজলা, গোমতি এবং দক্ষিণ জেলায় ২ মে পর্যন্ত এই উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া বজায় থাকতে পারে। আবহাওয়া দপ্তরের আধিকারিক আরো জানান সোমবার রাজ্য সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৮.৪ ডিগ্রি সেলসিয়াস । বিগত বছরের তুলনায় এই তাপমাত্রা সামান্য কম ছিল। কিন্তু ৩৮ ডিগ্রীর উপরে তাপমাত্রা গত কয়েকদিন যাবত স্থায়ী হওয়াতে গরমের যন্ত্রণা বেশি ছিল।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ৩০ এপ্রিল উত্তর, ঊনকোটি এবং ধলাই জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পহেলা মে উত্তর জেলা, ঊনকোটি জেলা এবং খোয়াই জলা সহ পশ্চিম জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সিপাহীজলা এবং দক্ষিণ জেলায় বৃষ্টিপাত শুরু হতে তিন মে পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। ৩ মে সিপাহীজলা জেলা,গোমতী জেলা, দক্ষিণ জেলা এবং ধলাই জেলাতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।প্রসঙ্গত টানা কয়েকদিন যাবত ঊর্ধ্বমুখী তাপমাত্রা এবং প্রচন্ড গরমে রাজ্যের মানুষ অস্থির রয়েছেন। কিছুদিন যাবত একনাগারে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি অবস্থান করেছে। এমনকি রাতের তাপমাত্রাও স্বাভাবিক থেকে ঊর্ধ্বমুখী ছিল। যার ফলে রাজ্যে গরমের জ্বালা অন্যান্য বছরের তুলনায় এবার অনেকটাই অস্বাভাবিক মনে হয়েছে। তীব্র গরমের যন্ত্রণায় স্কুলের ছুটি ঘোষণা করা হয়েছে। গরমের যন্ত্রণা থেকে রেহাই পেতে মানুষ অপেক্ষায় রয়েছেন বৃষ্টিপাতের। অবশেষে আবহাওয়া দপ্তর থেকে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে যা শুনে সাধারণের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। বৃষ্টিপাত হলে স্বাভাবিকভাবেই তাপমাত্রা এবং গরমের যন্ত্রণা কমবে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version