Home ত্রিপুরার খবর আগরতলা খবর শুরুর আগেই শেষ! আগরতলা উজান অভয়নগরে আগুনে ভস্মিভূত প্রতিমা কাঠামো সহ পূজা...

শুরুর আগেই শেষ! আগরতলা উজান অভয়নগরে আগুনে ভস্মিভূত প্রতিমা কাঠামো সহ পূজা মন্ডপ

0

সংবাদ প্রতিনিধি আগরতলা,,১৮ অক্টোবর,,

আকস্মিক অগ্নিকাণ্ডে ভস্মিভূত হয়ে গেল মায়ের প্রতিমা সহ পূজা মন্ডপ। দুর্গাপূজার চতুর্থীর দিন এই দুর্ঘটনা রাজধানী আগরতলার উজান অভয়নগর ব্লাড সান ক্লাবের দূর্গা পূজার মন্ডপে। এদিন দুপুরে মন্ডপে আলোকসজ্জার কাজ চলাকালীন সময়ে শর্ট সার্কিট এর ফলে আগুন লেগে যায় বলে স্থানীয়দের বিবরণ। (যদিও আগুন লাগার কারণ নির্দিষ্ট ভাবে জানা যায়নি)

স্থানীয় সূত্রের দাবি ক্লাবের পূজা মন্ডপ এবং প্রতিমা তৈরির ক্ষেত্রে বাঁশ এবং ছন ব্যবহৃত হয়েছিল। ফলে আগুন সহজেই গতি পেয়ে যায় এবং দমকল এসে আগুন নেভানোর আগেই পূজা মণ্ডপ এবং প্রতিমার কাঠামো পুড়ে যায়। উৎসবের শুরুতেই এই অঘটন পূজা কমিটি সহ স্থানীয় নাগরিক মহলে হতাশা নেমে এসেছে। ঘটনার পরপরই রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা নিজের সামাজিক মাধ্যমে এই বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন এবং সমস্ত পূজা উদ্যোক্তাদের সতর্কতার সাথে আনুষাঙ্গিক ব্যবস্থাপনা রাখতে পরামর্শ করেছেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version