Home ত্রিপুরার খবর আগরতলা খবর শিব চতুর্দশী উপলক্ষে আগরতলা শিববাড়িতে ভক্তদের ভিড়।

শিব চতুর্দশী উপলক্ষে আগরতলা শিববাড়িতে ভক্তদের ভিড়।

0

আগরতলা,, ২৬ ফেব্রুয়ারি,,

বুধবার মহা শিবরাত্রি । রাজ্যে ভক্তির সাথে পালিত হচ্ছে দিনটি। শিব ভক্তদের মধ্যে শিবের মাথায় জল ঢেলে পূজা-অর্চনা করার ব্যস্ততা রয়েছে। আগরতলার সেন্টার রোডে অবস্থিত শিববাড়ি সহ রাজ্যের বিভিন্ন স্থানে শিবমন্দিরগুলিতে ভক্তরা বিশেষ পূজা-অর্চনা করছেন।

শিবচতুর্দশী উপলক্ষে আগরতলা শিব বাড়িতে ভক্তদের ভিড়,,

ভক্তরা উপবাস পালন করে, শিবলিঙ্গে জল, দুধ, বেলপাতা, ও বিভিন্ন পবিত্র উপকরণ অর্পণ করে মহাদেবের আশীর্বাদ কামনা করেন।প্রসঙ্গত মহা শিবরাত্রি হিন্দু ধর্মে এক পবিত্র রাত। এই শিব রাত্রিতে ভক্তরা উপবাস করে আত্মশুদ্ধি করেন এবং শিবের চরণে নিজেদের ভক্তি সমর্পণ করেন। মন্দিরগুলিতে এই দিনে বিশেষ যজ্ঞ, ভজন-সন্ধ্যা ও ধর্মীয় অনুষ্ঠান হয়।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version