Home ত্রিপুরার খবর আগরতলা খবর শিক্ষক অভিজিৎ দেব হত্যাকান্ড; রাজপথে মৌন মিছিল টেট টিচার্স এসোর।

শিক্ষক অভিজিৎ দেব হত্যাকান্ড; রাজপথে মৌন মিছিল টেট টিচার্স এসোর।

0

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১৩ জুলাই,,

পড়াশোনায় ভালো ছাত্রীর প্রতি একটু যত্নবান ছিলেন শিক্ষক। বাঁধাধরা সময়ের বাইরে গিয়ে মাঝেমধ্যে ওই ছাত্রীর কাছে ফোন করে তার পড়াশোনার খবর নিতেন। মেধাবী ছাত্রীর প্রতি শিক্ষকের এই বাড়তি যত্নই কাল হয়ে উঠে। ছাত্রীর মায়ের উস্কানিতে তার বাবা শিক্ষক মশাইকে অমানবিকভাবে পিটিয়ে মৃত্যু দুয়ারে পৌঁছে দেন। উদয়পুরের তৈবান্দাল স্কুলের ইংরেজি বিষয় শিক্ষক অভিজিৎ দের হত্যাকাণ্ডের পর এই অভিযোগ মৃত শিক্ষকের স্ত্রীর। গুণী শিক্ষকের হত্যাকাণ্ডে ভারাক্রান্ত রয়েছে রাজ্যের শিক্ষক মহল। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় আগরতলার রাজপথে মৌন প্রতিবাদ মিছিল করলো ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন।

(ভিডিও দেখতে প্লে বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন)

শতাধিক শিক্ষক শিক্ষিকা এই প্রতিবাদ মিছিলে অংশ নেন। আগরতলা রবীন্দ্র ভবনের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। প্রচুর সংখ্যক শিক্ষক শিক্ষিকাদের মৌন প্রতিবাদে ভারাক্রান্ত হয়ে ওঠে রাজপথ। এই প্রতিবাদ কর্মসূচির নেতৃত্বে ছিলেন ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের রাজ্য সম্পাদক অজয় পাল। শিক্ষক অভিজিৎ দেব হত্যাকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে দোষীদের গ্রেপ্তার দাবি করেন তিনি। একইভাবে সমাজের মেরুদন্ড শিক্ষকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানান। প্রসঙ্গত শিক্ষক অভিজিৎ দেব হত্যাকাণ্ডে পুলিশ ইতিমধ্যেই মামলা নিয়ে তদন্ত করছে। মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ এই খুনের মামলায় মুখ্য অভিযুক্তকে গ্রেফতার করেছে বলে দাবি করছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version