Home জাতীয় খবর শহীদের আত্মবলিদানকে শ্রদ্ধা জানাতেই ঘর ঘর তিরঙ্গা কর্মসূচি: মুখ্যমন্ত্রী

শহীদের আত্মবলিদানকে শ্রদ্ধা জানাতেই ঘর ঘর তিরঙ্গা কর্মসূচি: মুখ্যমন্ত্রী

0

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১৩ আগস্ট,,

স্বাধীনতা সংগ্রামে বীর শহীদদের আত্মবলিদানের জন্য এই দেশ সুন্দর হয়ে উঠেছে। সেই শহীদদের স্মরণ করতেই প্রধানমন্ত্রী হর ঘর তিরঙ্গা কর্মসূচির সূচনা করেছেন। প্রধানমন্ত্রীর এই ভাবনাগুলো সত্যিই গর্বের। স্বাধীনতা দিবসকে সামনে রেখে হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে যুব বিষয়ক ক্রীড়া দপ্তর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মঙ্গলবার এই কথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। এদিন আগরতলা উমাকান্ত স্কুল মাঠে হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে তিরঙ্গা রেলি অনুষ্ঠিত হয়।

(ভিডিও দেখতে প্লে বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন)

অনুষ্ঠানের উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। ছিলেন পুর নিগমের মেয়র বিধায়ক দীপক মজুমদার। স্বরাষ্ট্র সচিব প্রদীপ চক্রবর্তী। বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। সেখানে তিরঙ্গা নিয়ে সমবেত জাতীয় সংগীত হয় এবং পরবর্তীকালে রাজধানীতে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তিরঙ্গা রেলি বের হয়। স্কুল স্তরের ছাত্রছাত্রীরা এই রেলিতে অংশ নেন।আগরতলা উমাকান্ত মাঠ প্রাঙ্গণ থেকে তিরঙ্গা। বর্ণাঢ্য এই রেলিকে কেন্দ্র করে নাগরিক মহলে বিশেষ আকর্ষণ লক্ষ্য করা গেছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version