আগরতলা,,৩ নভেম্বর,,
যথাযোগ্য মর্যাদায় আগরতলার বেনুবন বুদ্ধ বিহারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্র মহা কঠিন চিবর দানোৎসব ২০২৩। দুদিন ব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে ৪ ও ৫ (শনিবার ও রবিবার) নভেম্বর। শনিবার বিকেল চারটায় এই পবিত্র উৎসবের আনুষ্ঠানিক সূচনা করবেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা: বিশাল কুমার।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট কনফেডারেশনের সেক্রেটারি জেনারেল ড: ধম্মপ্রিয় এবং বিশিষ্ট সাংবাদিক স্রোত রঞ্জন খিসা। শুক্রবার আগরতলার বেনুবন বুদ্ধ বিহারে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এখবর জানান বেনুবন বুদ্ধ বিহারের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ খেমাচারা মহাথেরো। দুদিন ব্যাপী এই উৎসবে রবিবার থাকছে বিভিন্ন ধর্মীয় কর্মসূচি। সকাল ৬টায় বৌদ্ধ ভিক্ষুদের প্রাতরাশ প্রদান করার মধ্য দিয়ে শুরু হবে দিনের কর্মসূচি। সকাল ৭টায় বুদ্ধিস্ট পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৯টায় বুদ্ধ পূজা, সঙ্ঘদান ও অস্টপরিষ্কার দান করা হবে। সকাল ১০টায় মন্দিরে উপস্থিত ধর্মপ্রাণ মানুষের উদ্দেশ্যে ধর্ম দেশনা দেবেন বৌদ্ধ ভিক্ষুগণ। দুপুর দেড়টায় কঠিন চিবর (বৌদ্ধ ভিক্ষুদের পরিধেয় বস্ত্র) মাথায় নিয়ে রাজপথে এক শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর বৌদ্ধ ভিক্ষুদের কঠিন চিবর দান করা হবে। বেলা আড়াইটা নাগাদ অনুষ্ঠিত হবে ধর্মীয় আলোচনা সভা। সন্ধ্যা সাড়ে ৫টা নাগাদ হাজার প্রদীপ প্রজ্জ্বলন ও আকাশ বাতি উত্তোলন করা হবে।
শুক্রবার সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বেনুবন বুদ্ধ বিহার মহা কঠিন চিবর দানোৎসব ২০২৩ উদযাপন কমিটির কনভেনর তথা বিশিষ্ট সাংবাদিক স্রোত রঞ্জন খিসা, বেনুবন বুদ্ধ বিহার উন্নয়ন কমিটির সম্পাদক দিব্যেন্দু চাকমা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ। উল্লেখ্য, কঠিন চিবর দানোৎসবের অংশ হিসেবে শনিবার সন্ধ্যা থেকেই বেনুবন বিহার চত্বরে কঠিন চিবর (বৌদ্ধ ভিক্ষুদের পরিধেয় বস্ত্র) বোনার প্রক্রিয়া শুরু করবেন ধর্মপ্রাণ মহিলারা। সারা রাত ধরেই চলবে এই কাজ। পরদিন দুপুরে প্রস্তুত হওয়া পরিধেয় বস্ত্র বৌদ্ধ ভিক্ষুদের দান করা হবে। এই উপলক্ষে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে একাধিক টিম বেনুবন বিহারে যোগদান করবেন।