প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ২২ ডিসেম্বর,,
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে আগরতলায় নর্থইস্ট কাউন্সিলের বৈঠক উপলক্ষে পুলিশের আঁটোসাঁটো নিরাপত্তার মধ্যেও রাজ্যে থামছে না অনুপ্রবেশের ঘটনা। বাংলাদেশ থেকে অবৈধভাবে অনুপ্রবেশের পরে রেলপথে বহিরাজ্যে পাড়ি দেওয়ার আগে রবিবার আগরতলা রেল স্টেশনে ৩ বাংলাদেশী নাগরিককে আটক করল আগরতলা জিআরপি থানার পুলিশ। ধৃত ৩ জনের নাম ঝুটন দাস (১৯), বাড়ি নোয়াখালী, বিষ্ণু চন্দ্র দাস (২০),নোয়াখালী, এবং মহম্মদ মালেক (৩০), বাড়ি বাংলাদেশের হবিগঞ্জে। পুলিশ সূত্রে দাবি তারা ৩ জনই অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছে। ত্রিপুরাতে অনুপ্রবেশের পর তারা ট্রেনে করে বহিরাজ্যে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশনে আসে। আগরতলা জি আর পি এস, আগরতলা আর পি এফ, বি এস এফ এবং গুয়েন্দা বিভাগ মিলে তাদেরকে রেল স্টেশন থেকে আটক করতে পেরেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানাই তারা কলকাতা যাওয়ার উদ্দেশ্যে রেলে উঠতে চেয়েছিল। জিআরপি থানার পুলিশ তাদের বিরুদ্ধে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। প্রসঙ্গত ত্রিপুরার আগরতলায় নর্থইস্ট কাউন্সিলের বৈঠক কেন্দ্র করে রাজ্যের সীমান্ত এলাকাগুলোতে বিএসএফের কড়া নজরদারি রয়েছে। কিন্তু তারপরও তারা ঠিক কবে এবং কিভাবে ভারতে অনুপ্রবেশ করেছিল তানিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে।