আগরতলা,,৬আগস্ট,,
আগরতলা স্থিত শ্রী শ্রী বাবা লোকনাথ সেবাশ্রম সংস্থার উদ্যোগে পাঠ্যক্রম বিতরণ করা হলো উচ্চ মাধ্যমিক স্তরে পাঠরত দুস্থ ছাত্র-ছাত্রীদের মধ্যে। বুধবার বনমালীপুর লোকনাথ আশ্রমে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। উপস্থিত ছিলেন আগরতলা পুরো নিগমের মেয়র তথা বিধায়ক দীপক রায় সহ অন্যান্যরা। অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৯টি স্কুলের ৯৫ জন ছাত্র ছাত্রীর মধ্যে পাঠ্যপুস্তক তুলে দেওয়া হয়। লোকনাথ সেবাশ্রম সংস্থার এই মহতী উদ্যোগের সাধুবাদ জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী ছাত্র-ছাত্রীদের আহ্বান রাখেন পড়াশোনার পাশাপাশি সামাজিক এবং মানবিক কাজে নিজেদের সংযুক্ত থাকতে।