Home ত্রিপুরার খবর আগরতলা খবর লক্ষ শহরকে যানজট মুক্ত রাখা; ট্রাফিক সুপারের নেতৃত্বে বিশেষ অভিযান।

লক্ষ শহরকে যানজট মুক্ত রাখা; ট্রাফিক সুপারের নেতৃত্বে বিশেষ অভিযান।

0
Oplus_0

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ৬ নভেম্বর,,

আগরতলা শহরকে যানজট মুক্ত রাখতে বিশেষ অভিযান শুরু করেছে ট্রাফিক বিভাগ। ট্রাফিক পুলিশ সুপার মানিক দাসের নেতৃত্বে বুধবার থেকে এই অভিযান শুরু হয়েছে। এদিন বটতলা এলাকায় চলে অভিযান। অভিযানে ট্রাফিক নিয়ন্ত্রণ, রাস্তায় অপরিকল্পিত পার্কিং বন্ধ করা সহ ট্রাফিক সিগন্যালের সঠিক ব্যবহার নিশ্চিত করার উপর যানবাহন চালকদের সতর্ক করা হয়েছে। পাশপাশি বেআইনি পার্কিং বন্ধ করতে যান চালক সহ ব্যাবসায়ী এবং সাধারণ নাগরিকদের সতর্ক করা হয়েছে। ট্রাফিক সুপার মানিক দাসের নেতৃত্বে চালু হওয়া এই বিশেষ অভিযানে আগামী দিনেও নিয়মিত টহল, অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং যেকোনো ধরনের নিয়মভঙ্গকারীকে জরিমানা করার প্রক্রিয়া জারি থাকবে বলে জানা গেছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version