প্রতিধ্বনি প্রতিনিধি,, বক্সনগর,,৮ নভেম্বর,,
ত্রিপুরার বক্সনগরে অভিযান চালিয়ে একটি দোকান থেকে ৫ লক্ষ ৪ হাজার ভারতীয় টাকা সহ ৮৬ হাজার বাংলাদেশি টাকা উদ্ধার করল আসাম রাইফেলস এবং কাস্টমস। আসাম রাইফেলস এবং কাস্টমসের যৌথ অভিযানে এক হুন্ডি ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। যদিও রাতে খবর লেখা পর্যন্ত সেই হুন্ডি ব্যবসায়ীর নাম পরিচয় জানা যায়নি। সূত্রের দাবি বৃহস্পতিবার সন্ধ্যায় বক্সনগর বাজারে কমলের দোকানে অভিযান করেছিল আসাম রাইফেলস এবং কাস্টমসের যৌথ দল। সেখানেই বাংলাদেশে এবং ভারতীয় টাকা উদ্ধার হয় বলে জানা গেছে। যদিও অভিযানকারী দল সেই দোকান মালিক কমলকে গ্রেফতার করেনি। একই রাতে বিশালগড় সহ আরো কয়েক জায়গায় অভিযান চলে। শুক্রবার আসাম রাইফেলসের তরফে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে বক্সনগরে অভিযান চালিয়ে ৫ লক্ষ ৪ হাজার ভারতীয় টাকা এবং ৮৬ হাজার বাংলাদেশী টাকা উদ্ধার হয়েছে। প্রসঙ্গত ত্রিপুরায় আন্তর্জাতিক মানব পাচারের পাশাপাশি বাংলাদেশী টাকা এবং ভারতীয় রুপির বেআইনি বিনিময় তথা মানি লন্ডারিং রীতিমতো ফুলে ফেঁপে উঠেছে । রাজধানী আগরতলা সহ রাজ্যের কিছু বক্সনগর, সোনামুড়া সহ খোদ আগরতলার বর্ডার গোলচক্কর সহ কিছু জায়গাতে প্রকাশ্যে এই অবৈধ ব্যবসা চলছে। ত্রিপুরায় প্রতিদিন কয়েক লক্ষ টাকা থেকে কোটি টাকা পর্যন্ত বৈদেশিক মুদ্রার অবৈধ লেনদেন হচ্ছে বলে অভিযোগ রয়েছে।