আগরতলা,,১২ ডিসেম্বর,,
রাজ্যের সার্বিক বিকাশের লক্ষ্যে বিধায়কদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। বুধবার মুখ্যমন্ত্রীর ওয়ার রুমে মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে পশ্চিম জেলা এবং সিপাহীজলা জেলার বিধায়কদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে মুখ্যমন্ত্রী বিভিন্ন বিধায়কদের তাদের নিজ নিজ বিধানসভা এলাকার উন্নয়ন নিয়ে খোঁজখবর নেন এবং উন্নয়নমূলক কাজ সঠিকভাবে শেষ করতে পরামর্শ করেন। বৈঠকে বিধায়কদের পাশাপাশি রাজ্য প্রশাসনের একাধিক আধিকারিক উপস্থিত ছিলেন।