প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১১ আগস্ট,,
রবিবার খয়েরপুর বিধানসভার রেশমবাগান এথল্যাটিক ক্লাবে অনুষ্ঠিত হলো পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক ভার উত্তোলন প্রতিযোগিতা। অনুষ্ঠানের উদ্বোধন করেন এলাকার বিধায়ক রতন চক্রবর্তী। ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করে তিনি খেলাধুলার গুরুত্ব এবং কিভাবে একজন খেলোয়াড় নিজের সাফল্যের মাধ্যমে দেশকে সাফল্যমন্ডিত করতে পারেন তা নিয়ে আলোচনা করেন। তিনি প্রতিযোগিতার শুভেচ্ছা জানান এবং সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা । ছিলেন খয়েরপুর মন্ডল সভাপতি অমিত নন্দী, আগরতলা পুর নিগমের ৯ নং ওয়ার্ড কাউন্সিলর সহ অন্যান্য কার্যকর্তা। অনুষ্ঠানকে কেন্দ্র করে অভিভাবকদের মধ্যে উৎসাহ লক্ষ্য নিয়েছিল।