Home ত্রিপুরার খবর “রেমালে”র প্রভাবে ভারী বৃষ্টিতে প্লাবিত গঙ্গানগর; জলবন্দি মানুষজন, উদ্ধার কার্যে প্রশাসন।

“রেমালে”র প্রভাবে ভারী বৃষ্টিতে প্লাবিত গঙ্গানগর; জলবন্দি মানুষজন, উদ্ধার কার্যে প্রশাসন।

0
Oplus_0

প্রতিধ্বনি প্রতিনিধি,, কমলপুর,, ২৮ মে,,

“রেমাল” ঘূর্ণিঝড়ের প্রভাবে লাগাতর ঝড় বৃষ্টির দরুন ধলাই নদীর জলস্তর বেড়ে প্লাবিত হয়েছে কমলপুর মহকুমার বিভিন্ন গ্রাম। মহকুমা প্রশাসন থেকে সতর্কতা জারি করা হয়েছে। উদ্ধার কার্য নেমেছে প্রশাসনের দুর্যোগ মোকাবেলা টিম। কিন্তু জল নিষ্কাশন ব্যবস্থা নেই বলে পরিস্থিতি ক্রমশ জটিল আকার ধারণ করছে। অনেকে চারপাশে জলের জন্য ঘরবন্দী হয়ে গেছেন। এলাকার একাংশ বাড়ি ঘর জলের নিচে ডুবে গেছে । মানুষ সহ সমস্যায় রয়েছে গবাদি পশু গুলো। প্লাবিত এলাকার লোকজন বাড়িঘর ছেড়ে নিরাপদে স্থানে আশ্রয় নিচ্ছেন। কিছু এলাকাতে হালকা বৃষ্টি এখনো জারি রয়েছে। ফলে নদী এবং ছোট ছড়াগুলির জল বাড়ছে।

জলমগ্ন এলাকার ভিডিও দেখতে নিচের লিংকে ক্লিক করুন

https://youtu.be/v6D3j8RiFCg?si=JmFYwLELlLHz5t0k

মহকুমা শাসক দুর্যোগ মোকাবেলা কর্মীদের নিয়ে দুর্যোগপূর্ণ এলাকাগুলি ঘুরে দেখেছেন। মহকুমা শাসক অফিসের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় দায়িত্বপ্রাপ্ত অফিসার দেবাশিস রায় জানান, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য কর্মীদের তিনটি ভাগে ভাগ করা হয়েছে। কমলপুর সেক্টর, দুর্গা চৌমুহনী সেক্টর ও সালেমা সেক্টর। প্রতিটি সেক্টরে ১৬/১৭ জন করে দুর্যোগ মোকাবিলার কর্মী রয়েছে। তাদের তদারকি করছেন মহকুমা শাসক লাল রিং নেতা ডারলং ও ডিসিএম ধনঞ্জয় রিয়াং। জানা গেছে গতকাল রাত থেকে বৃষ্টিতে বালিগাঁও পঞ্চায়েতের গঙ্গা নগর, মোহনপুর, টিলাগাঁও সহ বিভিন্ন গ্রামে বাড়ি ঘর জলের তলায় রয়েছে। বাড়ি ঘরে জল ঢুকেছে বলে মানুষজন ও গবাদিপশু বের হতে পারছে না। পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের ব্যবস্থাও সঠিকভাবে পাওয়া যাচ্ছে না বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ করতে শুরু করেছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version