Home জাতীয় খবর রাহুল গান্ধীকে নিয়ে কটাক্ষ; আগরতলা এবং বিশালগড়ে কংগ্রেসের বিক্ষোভ, থানায় মামলা।

রাহুল গান্ধীকে নিয়ে কটাক্ষ; আগরতলা এবং বিশালগড়ে কংগ্রেসের বিক্ষোভ, থানায় মামলা।

0

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১৮ সেপ্টেম্বর,,

সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নিয়ে বিজেপির কয়েকজন নেতার কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে গোটা দেশের সাথে গর্জে উঠলো ত্রিপুরার কংগ্রেস দল। প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বুধবার আগরতলায় বিক্ষোভ মিছিল এবং কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। একইভাবে আগরতলায় মিছিল করে রাহুল গান্ধীকে নিয়ে কুরুচিকর মন্তব্যে করা বিজেপির চার নেতার বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের করা হয়েছে কংগ্রেসের তরফে। প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য বিধায়ক সুদীপ রায় বর্মন, বিধায়ক গোপাল রায়, প্রাক্তন সভাপতি পীযূষ বিশ্বাস সহ অন্যান্যরা ।

(ভিডিও দেখতে প্লে বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন)

একইভাবে এদিন বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় বিশালগড় এবং কৈলাশহরে। বিশালগড় জেলা যুব কংগ্রেসের উদ্যোগে হঠাৎ করে কমলা সাগর মধুপুর বাজারে কংগ্রেসের যুবকরা জমায়েত করে এবং বিজেপি হটাও স্লোগানে সোচ্চার হয়। পরবর্তীকালে তারা রাহুল গান্ধীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ বিধায়ক সঞ্জয় গাইকোয়াড এবং বিজেপি নেতা তারবিন্দার সিং তাদের কুশপত্তুলিকা পুড়িয়ে আন্দোলন করেন।

(বিশালগড়ে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি দেখতে প্লে বাটনে ক্লিক করে চ্যানেল টি সাবস্ক্রাইব করুন)

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version