প্রতিধ্বনি প্রতিনিধি,, বিশালগড়,, ১৮ সেপ্টেম্বর,,
গভীর রাতে নিজের বাড়িতে স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার অভিযোগ উঠল টি এস আর স্বামীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনা মঙ্গলবার গভীর রাতে বিশালগড় গজারিয়াতে। বাপের বাড়ির লোকজন সহ এলাকাবাসী অগ্নিদগ্ধ গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে পাঠালেও পরবর্তীকালে জিবি হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। মৃত গৃহবধুর নাম লক্ষ্মী দাস (২৬)।বিশালগড় মহিলা থানার পুলিশ এই ঘটনায় মামলা নিয়ে বুধবার খুনী স্বামী স্বপন দেবকে গ্রেফতার করেছে।
বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন পারিবারিক বিবাদের জের ধরে স্বপন দেব নিজের স্ত্রীকে আগুনে জ্বালিয়ে হত্যা করেছে। মৃত্যুর আগে নির্যাতিতা এই বয়ান দিয়ে গিয়েছেন বলে এসডিপিও দাবি করেছেন। অন্যদিকে খোদ এক আরক্ষা কর্মীর হাতে এরকম নৃশংসভাবে গৃহবধূ হত্যার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। অভিযুক্ত স্বামীর কঠোরতম শাস্তির দাবি তুলেছেন মৃতের পরিবার সহ এলাকাবাসী। বিশালগড় মহিলা থানায় এই গৃহবধূ হত্যাকাণ্ডের মামলা নাম্বার ১৯/২৪।