Home ত্রিপুরার খবর রামচন্দ্রঘাটে সম্প্রীতি এবং উন্নয়নের স্বার্থে ভোট চাইছে মথা: সাথে রয়েছে সিপিআইএম এবং...

রামচন্দ্রঘাটে সম্প্রীতি এবং উন্নয়নের স্বার্থে ভোট চাইছে মথা: সাথে রয়েছে সিপিআইএম এবং কংগ্রেস।

0
Oplus_0

প্রতিধ্বনি প্রতিনিধি,, কল্যাণপুর,,২৯ জুলাই,,

শান্তি সম্প্রীতি বজায় রেখে নাগরিক উন্নয়নই আমাদের একমাত্র লক্ষ্য। এই লক্ষ্যকে সামনে রেখেই আমরা এগিয়ে যেতে চাই। এই লক্ষ পূরণের স্বার্থে মানুষ আমাদের ভোট দেবেন। পঞ্চায়েত নির্বাচনে আমাদের জয় ১০০ শতাংশ নিশ্চিত। উত্তর রামচন্দ্র ঘাট গ্রাম পঞ্চায়েতে ৫ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারে বের হয়ে এই কথা বলেন তিপড়া মথা বিধায়ক রঞ্জিত দেববর্মা। বিধায়ক রঞ্জিত দেববর্মা এদিন ৫ নম্বর ওয়ার্ডের তিপড়া মথা প্রার্থী উৎপল মালাকারের সমর্থনে প্রচারে বের হয়েছিলেন। যদিও তিপড়া মথা প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কংগ্রেস প্রার্থী অঞ্জনা নন্দী এবং সিপিআইএম পঞ্চায়েত সমিতির প্রার্থী সোমা দাস দেব। বিধায়ক এদিন মানুষের বাড়ি ঘরে যান তাদের সুখ দুঃখের খবর নেন।

(ভিডিও দেখতে প্লে বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন)

বিধায়ক রঞ্জিত দেববর্মা এলাকার নাগরিকদের স্বার্থে কি কি উন্নয়ন করতে চাইছেন তার বিস্তারিত বিবরণ দেন এবং তার দলীয় প্রার্থীকে ভোটের আহ্বান রাখেন। এই প্রচার অভিযানে অন্যান্যদের মধ্যে ছিলেন কংগ্রেসের খোয়াই জেলার সহ-সভাপতি প্রদীপ দাস সহ অন্যান্য নেতৃত্ব। স্বাভাবিকভাবেই মথা বিধায়কের সাথে রাজনৈতিক প্রচারে কংগ্রেস এবং সিপিএম নেতাদের সঙ্গে দেখে তাদের মধ্যে ত্রিপাক্ষিক জোট হচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে নাগরিক মহলে। এ বিষয়ে বিধায়ক রঞ্জিত দেববর্মাকে প্রশ্ন করা হলে তিনি বলেন কাকতালীয়ভাবে এদিন আমাদের প্রচার অভিযানে কংগ্রেস এবং সিপিআইএম নেতাদের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। আমি তাদের সবাইকে চিনি না। তাই তাদের কয়েকজন আমাদের পেছনে থাকলেও রাজনৈতিকভাবে আঁতাতের কোন ধরনের সম্ভাবনা নেই।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version