প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ২৯ জুলাই,,
আগরতলায় সরকারি অতিথি শালায় অনুষ্ঠিত হল বিদেশ সম্পর্ক বিষয়ক এক বিশেষ আলোচনা চক্র। রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠানে সহযোগিতায় ছিল ভারত সরকারের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল ডিপার্টমেন্ট। এদিনের বিদেশ সম্পর্ক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সরকারের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল ডিপার্টমেন্টের যুগ্ম সচিব অংকন ব্যানার্জি। উপস্থিত ছিলেন রাজ্য সরকারের স্বরাষ্ট্র সচিব প্রদীপ কুমার চক্রবর্তী, রাজ্য পুলিশের ডিজিপি ইন্টেলিজেন্স অনুরাগ ধনখর। স্বরাষ্ট্র দপ্তর এবং পুলিশের বিভিন্ন আধিকারিকরা। অনুষ্ঠানে ত্রিপুরার মধ্য দিয়ে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ কিভাবে প্রতিরোধ করা যায় তা নিয়ে নিয়ে গুরুত্বারোপ করা হয়। একইভাবে ত্রিপুরা হয়ে ভারত বাংলাদেশ বৈদেশিক সম্পর্ক উন্নত করার বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বল জানা গেছে।