Home ত্রিপুরার খবর রাত পোহালেই অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা; ধর্মীয় উন্মাদনার মধ্যেই সম্প্রীতির...

রাত পোহালেই অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা; ধর্মীয় উন্মাদনার মধ্যেই সম্প্রীতির ছবি ভাজপার।

0

সংবাদ প্রতিনিধি,, আগরতলা,, ২১ জানুয়ারি,,

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। সোমবার অযোধ্যায় বহু প্রতীক্ষিত রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। এই আনন্দঘন ধর্মীয় উৎসবকে সামনে রেখে মোদিজীর আহ্বানে গোটা দেশের সাথে ত্রিপুরা রাজ্যেও দেবালয় গুলিতে সাফাই অভিযান করছেন বিজেপি দলের নেতাকর্মীরা। মন্দিরের পাশাপাশি ত্রিপুরাতে ভাজপা নেতাকর্মীরা সাফাই করছেন মসজিদ, গির্জাঘর সহ সর্ব ধর্মের পিঠস্থানগুলো। পাশাপাশি রাম নামের এসব দলীয় কর্মসূচিতে ধর্মের ভেদাভেদ ভুলে সামিল হচ্ছেন হিন্দু ,মুসলিম, খ্রিস্টান, জাতি উপজাতির সমস্ত অংশের নাগরিকরা। এই কর্মসূচির অঙ্গ হিসাবে রবিবার ৫খয়েরপুর বিধানসভা কেন্দ্রের মরিয়ম নগরে গির্জা ঘর সাফাই করলেন বিধায়ক রতন চক্রবর্তীর নেতৃত্বে দলীয় কর্মী সমর্থকরা।

তারা গির্জা ঘর এবং ঘরের সামনের উঠুন সাফাই করেন। বিধায়ক রতন চক্রবর্তীর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি সংখ্যালঘু মোর্চার সভাপতি বিল্লাল মিয়া। ছিলেন খয়েরপুর মণ্ডলের সভাপতি অমিত নন্দী, স্থানীয় পুর কর্পোরেটর সহ অন্যান্য নেতৃত্ব। একইভাবে বক্সনগর কেন্দ্রে রাম মন্দির উদ্বোধনকে সামনে রেখে সাফাই অভিযান করেন ত্রিপুরা হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম মজুমদার।

তিনি স্থানীয় মসজিদ এবং হিন্দু ধর্মাবলম্বীদের শ্মশান পরিষ্কারে অংশ নেন। উভয় কর্মসূচিকে কেন্দ্র করে দলীয় কর্মীদের ব্যাপক উৎসাহ লক্ষ্যনিয়ছিল। এছাড়াও রাম মন্দির উদ্বোধনের আগে রাজ্য জুড়ে রাম নামে শোভাযাত্রা এবং বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version