সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,২০ জানুয়ারি,,
অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে খয়েরপুরে রাম নামের শোভাযাত্রায় দেখা গেল বোরখাপরা এক মুসলিম মহিলাকে। ইসলামিক পোশাক পরা এই মহিলার নাম পাপিয়া জাহান। তিনি বিজেপি খয়েরপুর মন্ডলে সংখ্যালঘু মোর্চার সভানেত্রী। অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে খয়েরপুরে যে সব সনাতন ধর্মীয় কার্যকলাপ হয়েছে সবগুলোতেই বোরখা পড়ে পায়ে পা মিলিয়েছেন পাপিয়া জাহান। এলাকার বিধায়ক রতন চক্রবর্তী সহ অন্যান্য দলীয় নেতৃত্ব এই মহিলাকে যথেষ্ট প্রাধান্য দিয়েই নিজেদের সমস্ত রাজনৈতিক এবং ধর্মীয় কর্মসূচিতে সামনের সারিতে রেখেছেন। রাম নামের শোভাযাত্রায় বোরখা পরা মুসলিম মহিলার অংশগ্রহণের ছবি এবং ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে ত্রিপুরার সম্প্রীতির চিত্র দেশে নতুন বার্তা দিয়েছে বলে সংশ্লিষ্ট মহলের অভিমত।