প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,,১৫ আগস্ট,,
শুক্রবার ১৫ আগস্ট ছিল আমাদের দেশের ৭৯ তম স্বাধীনতা দিবস। গোটা দেশের সাথে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে। সরকারি, বেসরকারি, বিভিন্ন সামাজিক সংস্থা এবং ব্যক্তিগত উদ্যোগে দেশের নাগরিকরা নিজেদের মতো করে জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস উদযাপন করছেন। রাজ্যে স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান হয় আগরতলা আসাম রাইফেল ময়দানে । সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা।

পরে তিনি সুসজ্জিত কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং কৃতিত্ব অর্জনকারী পুলিশ আধিকারিকদের পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানে রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ রাখেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আহবানে স্বদেশী পণ্য ব্যবহারের আহ্বান রাখেন এবং আত্মনির্ভরতার বার্তাকে প্রতিধ্বনিত করেন। এদিন সকালে রাজ্য সচিবালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্য মন্ত্রিসভার প্রবীণ সদস্য রতন লাল নাথ।
জাতীয় পতাকা উত্তোলন করে মন্ত্রী রতন লাল নাথ বলেন স্বাধীনতা কেবল অর্জন নয়, এটি এক চিরন্তন দায়িত্ব। কৃষির মাঠ থেকে বিদ্যুতের আলো—প্রতিটি ক্ষেত্রেই আমরা গড়ে তুলব আত্মনির্ভর, শক্তিশালী ভারত। এ দিনটি আমাদের অতীতের গৌরব আর ভবিষ্যতের অঙ্গীকারকে এক সুতায় বেঁধে দেবে বলে আশা ব্যক্ত করেন।