প্রতিধ্বনি প্রতিনিধি,, মেলাঘর,, ২৯ নভেম্বর,,
গোপন খবরের ভিত্তিতে নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেলে মেলাঘর থানার পুলিশ। পুলিশ প্রায় ৩ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করেছে এক যুবককে। শুক্রবার সকালে এই অভিযান মেলাঘর থানার ইন্দিরা নগর এলাকায়। অভিযানের নেতৃত্বে ছিলেন থানার ওসি দেবাশীষ সাহা। ঘটনার বিবরণের জানা জায় গোপন খবরের ভিত্তিতে পুলিশ ইন্দিরা নগর এলাকায় একটি বিলাসবহুল গাড়ি আটক করে। টি আর ০৭- সি -০২০২ নম্বরের গাড়িটি পুলিশ আটক করলেও ,গাড়িটি প্রথমে পুলিশের গাড়িকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ গাড়ির পেছনে ধাওয়া করলেন পরক্ষণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে এক বাড়িতে উল্টে পড়ে।
গাড়ির চালক পালিয়ে গেলেও পুলিশ সহ চালক দিদার হোসেনকে আটক করে। গাড়ির ভেতরে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ২৬ টি প্যাকেটে ২ লক্ষ ৬০ হাজার ইয়াবা ট্যাবলেট। এই সমস্ত মাদকের বাজার মূল্য ৩ কোটি টাকা বলে পুলিশ সূত্রের দাবি। মেলাঘর থানার পুলিশ এই ঘটনায় এনডিপিএস আইনে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। পরবর্তীকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই সমস্ত তথ্য তুলে ধরেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সূত্রধর।