প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ২৯ নভেম্বর,,
সরকারি চাকরি ক্ষেত্রে আরো নিয়োগের ঘোষণা দিল রাজ্য সরকার। মন্ত্রিসভার সিদ্ধান্তক্রমে জুনিয়র ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন দপ্তরে পরীক্ষার মাধ্যমে নিয়োগের কথা জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। শুক্রবার সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলন করে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন মন্ত্রিসভায় শূন্য পদে নিয়োগের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এগুলির মধ্যে অন্যতম হল টিপিএসসি-র মাধ্যমে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে ১৯৮জনকে নিয়োগ। এরমধ্যে ডিপ্লোমা ৯৩জন এবং ডিগ্রি হোল্ডার থাকবেন ১০৫ জন । তিনি আরও বলেন জে আর বি টি মধ্যেমে ১৫৬৬ শিক্ষক নিয়োগ করা হবে। এর মধ্যে গ্রেজুয়েট এবং আন্ডার গ্রাজুয়েট শিক্ষক রয়েছেন। পাশাপাশি কারা দপ্তরে ১৫১ টি পোস্ট তৈরি করা হয়েছে। বিদ্যা জ্যোতি স্কুল গুলিতেও ১২৫ জন স্পেশাল এডুকেটর ফিক্সড পে নিয়োগ করা হবে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। মন্ত্রী বলেন বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে।