Home ত্রিপুরার খবর জেলার খবর মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শুরু হবে নির্বাচনী প্রচার; জোড় প্রস্তুতি গোলাঘাটি মন্ডলে।

মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শুরু হবে নির্বাচনী প্রচার; জোড় প্রস্তুতি গোলাঘাটি মন্ডলে।

0

সংবাদ প্রতিনিধি,, বিশালগড়,,২০ মার্চ,,

নির্বাচনকে সামনে রেখে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের পাশাপাশি পূর্ব ত্রিপুরা আসনেও জোর প্রচার জারি রেখেছে বিজেপি। রাজ্যে ১৯ এপ্রিল পশ্চিম ত্রিপুরা আসনে এবং ২৬ এপ্রিল পূর্ব ত্রিপুরা আসনে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। সেই অনুযায়ী শাসক দল বিজেপির পক্ষ থেকে ভোট প্রচারে কোন দিক দিয়ে ঘাটতি রাখতে চাইছেন না দলীয় নেতৃত্ব। প্রচারের অঙ্গ হিসেবে বৃহস্পতিবার গোলাঘাটিতে জনসম্পর্ক অভিযান করবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এই জনসম্পর্ক অভিযানের মধ্য দিয়েই মূলত বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচার শুরু হয়ে যাবে। বৃহস্পতিবার সকাল আটটায় গোলাঘাটি বিধানসভার কাঞ্চনমালা ১০ নং বুথের লক্ষীছড়া এবং এডিসি এলাকার যুগল কিশোরনগরে নির্বাচনী প্রচারে জনসম্পর্ক অভিযানে আসছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর জনসম্পর্ক অভিযানকে কেন্দ্র করে গোলাঘাটি মন্ডলের পক্ষ থেকে কাঞ্চনমালা বাজারে বিজেপির দলীয় কার্যালয়ে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। এই প্রস্তুতি বৈঠকে কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েত প্রধান প্রদীপ কুমার মজুমদার সহ মন্ডল এবং বুথ স্তরের সমস্ত কার্যকর্তারা উপস্থিত ছিলেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version