সংবাদ প্রতিনিধি,, আগরতলা,, ২০ মার্চ,,
বুধবার সকালে এডি নগর পুলিশ লাইনে ট্রাফিক দপ্তরের সামনে বিক্ষোভ দেখালো ত্রিপুরা ই-রিক্সা শ্রমিকদের একাংশ। তাদের অভিযোগ রাস্তায় যানজট মুক্ত রাখতে বিভিন্ন সময় প্রশাসন ই রিক্সা তথা টমটম গুলির ছবি তুলে রাখছে এবং পরবর্তীকালে বিভিন্ন মামলায় জড়িয়ে তাদেরকে হেনস্তা করা হচ্ছে । পুলিশ প্রশাসন তাদের কোনোভাবেই সহযোগিতা করছে না বলে অভিযোগ। এই অভিযোগে শতাধিক ই রিকশা শ্রমিক এদিন সকালে এডি নগর পুলিশ লাইনে ট্রাফিক ভবনের সামনে গিয়ে জড়ো হয়। এখানে তারা বিক্ষোভ দেখায় এবং পরবর্তীকালে বিভিন্ন দাবি নিয়ে ট্রাফিক পুলিশ সুপার মানিক দাসের কাছে এক ডেপুটেশনে মিলিত হয় ।

জানা গেছে ট্রাফিক পুলিশ সুপার শহরের শৃঙ্খলা বজায় রেখে যথাসম্ভব ই রিকশা শ্রমিকদের সাথে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।