Home ত্রিপুরার খবর আগরতলা খবর মুখ্যমন্ত্রীর কেন্দ্রে রাস্তা দখল করে পূজার আয়োজন যুব মোর্চা কমিটির ! যান...

মুখ্যমন্ত্রীর কেন্দ্রে রাস্তা দখল করে পূজার আয়োজন যুব মোর্চা কমিটির ! যান চলাচলের অসুবিধা, দুর্ভোগ সাধারণের।

0

সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,১১ নভেম্বর,,

রাস্তায় সাধারণের চলাচলের যাতে অসুবিধা না হয় তার জন্য নিজের অতিরিক্ত এসকর্ট গাড়ি ছাঁটাই করে রেখেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ট্রাফিক এবং পুলিশকে নির্দেশ দিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী হিসেবে নিজের চলাচলের জন্য যাতে সাধারণ যান চলাচল আটকানো না হয়। জনদরদী সেই মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার বিধানসভা কেন্দ্রের শকুন্তলা রোডে রবীন্দ্র ভবনের সামনে ব্যস্ততম রাস্তা দখল করে পূজা মন্ডপ তৈরি করা নিয়ে এবার বিতর্ক তৈরি হয়েছে।

প্রশাসনিক বিধি নিষেধ অনুযায়ী ব্যস্ততম রাস্তা দখল করে দুর্গাপূজা কিংবা কোন ধরনের পূজা এবং সামাজিক অনুষ্ঠানের আয়োজন নিষিদ্ধ রয়েছে। দুর্গাপূজার আগে থেকেই জেলা প্রশাসক, পুলিশ সুপার রাস্তা দখল করে পূজার আয়োজন থেকে বিরত থাকতে উদ্যোক্তাদের আহ্বান রাখছেন। খোদ মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বিভিন্ন অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে রাস্তা দখল করে পূজার আয়োজন করতে উদ্যোক্তাদের নিষেধ করেছেন। অথচ মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নিজের ৮ বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রে আগরতলা শহরের ব্যস্ততম রাস্তা দখল করে কালীপূজা আয়োজন করেছে মন্ডলের যুব মোর্চা কমিটি। রবীন্দ্র ভবনের সামনে ব্যস্ততম রাস্তায় কালী পূজার আয়োজনকে কেন্দ্র করে গত দুদিন যাবত রাস্তার দু’পাশে নো এন্ট্রি বোর্ড এবং বাঁশ দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।

সেখানে রাস্তার উপরে চলছে পূজা মন্ডপ নির্মাণ, নাচ গানের মঞ্চ তৈরি এবং ভিআইপিদের বসার আসন। ব্যস্ততম এই রাস্তা আটকে যাওয়াতে সন্ধ্যা এবং দিনের বিভিন্ন সময়ে রাজধানীর অন্যান্য সড়ক গুলিতে প্রচন্ড যানজট তৈরি হচ্ছে। ভুক্তভোগী হচ্ছেন যান চালক থেকে শুরু করে সাধারণ নাগরিক মহল । পুলিশ প্রশাসনও রাস্তা দখল করে পূজা উদ্যোক্তাদের ছাড়পত্র দিয়ে দিয়েছে। যে মুখ্যমন্ত্রী রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আইন-শৃঙ্খলা রক্ষা এবং বেআইনি কার্যকলাপ প্রতিরোধ করার দায়িত্বে রয়েছেন তার মন্ডলের যুব মোর্চার এই বেআইনি কার্যকলাপ নিয়ে তিনি টু- শব্দ করছেন না।

বরং যতদূর জানা যাচ্ছে রাজধানীর বুকে রাজপথ দখল করে আয়োজিত কালী পূজার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নিজে। ফলে গোটা বিষয়টি নিয়ে বিতর্ক এবং জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে। প্রসঙ্গত রবীন্দ্র ভবনের সামনে রাস্তার উপরে গত কয়েক বছর যাবত গণেশ পূজার আয়োজন হচ্ছে। আগরতলা শহরে গণেশ পূজার সংখ্যা কম থাকায় সেই পূজাকে কেন্দ্র করে শহরের যান চলাচলে তেমন একটা অসুবিধা হয় না। কিন্তু এর মধ্যেই সেই একই জায়গাতে এবার কালী পূজার আয়োজন করেছে ৮ বড়দোয়ালি মন্ডল যুব মোর্চা। কালীপূজা এবং দীপাবলি উৎসবে শহরে যখন দর্শনার্থীদের ভিড় বেড়ে যায় তখন এই ব্যস্ততম রাস্তা বন্ধ হয়ে যাওয়াতে নাগরিকদের একটু বেশিই ভোগান্তির শিকার হতে হচ্ছে। ফলে গোটা আয়োজন নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা এবং বিতর্ক শুরু হয়েছে।মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মুখ্যমন্ত্রীর মন্ডলে রাস্তা দখল করে বেআইনি পূজা মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হলে আগামী দিনে গোটা রাজ্যব্যাপী এই ধরনের বেআইনি কার্যকলাপ উৎসাহ পেতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version